‘রেডিও’তে এবার কান পাতলেন ঈশান, সুমনা, অনিন্দ্য

RBN Web Desk: প্রিয়াঙ্কা সরকার ছিলেনই। এবার তাঁর সঙ্গে কান পাতলেন ঈশান মজুমদার, সুমনা দাস ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন মোমো ও মৌমিতা বসু। এঁদের প্রত্যেককেই শিলাদিত্য মৌলিক পরিচালিত পরবর্তী ছবি ‘রেডিও’তে দেখা যাবে। বাঙালির রেডিওপ্রেম নিয়েই এই ছবি তৈরি করছেন শিলাদিত্য।

একটা সময় ছিল যখন মানুষ প্রকৃত অর্থেই রেডিওর সঙ্গে ঘর করতো। ঘরের কোণে রাখা একটা চৌকো বাক্স, যার থেকে সকাল সন্ধ্যে ভেসে আসতো ‘অনুরোধের আসর’, ‘গীতমালা’ বা ‘গল্পদাদুর আসর’। শোনা যেত ফুটবল বা ক্রিকেট খেলার ধারাবিবরণী। আকাশবাণী আর বিবিধ ভারতীর সেই একচেটিয়া আধিপত্যের যুগ গিয়েছে, এখন এফএম আর ডিজিটাল রেডিওর রমরমা। তবু নবকলেবরে আজও রেডিও সকলের কাছে সমান আদরণীয়, বাঙালিদের কাছে তো বটেই।

আরও পড়ুন: জটায়ুর সাহস

শিলাদিত্যর ছবির নায়িকা এক বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার। সম্প্রতি তার ভালোবাসার সম্পর্কে ইতি পড়েছে। সদ্য ঘটে যাওয়া বিচ্ছেদের কারণে যখন সে অবসাদে আচ্ছন্ন, সেই সময় তার পাশের বাড়িতে এক প্রতিবেশী আসে যে সারাদিন রেডিও শোনে। সেই শব্দ এসে পৌঁছয় নায়িকার কানেও। আচমকা এই শব্দের অত্যাচারে প্রথমদিকে মেয়েটি বিরক্ত হলেও ক্রমশ যেন তার ওই শব্দ ভালো লাগতে শুরু করে। তার একাকীত্বকে ভরিয়ে দিতে থাকে পাশের বাড়ির ওই রেডিওর আওয়াজ। 




ছবি প্রসঙ্গে শিলাদিত্য জানালেন, “বহুদিন ধরে এই ছবিটা করার ইচ্ছে ছিল। মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে ছবি করতে সবসময়েই ভালো লাগে, সেখানে এই ছবিতে থাকছে রেডিওর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক। রেডিও মানেই নস্টালজিয়া ও অজস্র গান, কাজেই এই দুটো জিনিসকে ছবির গল্পে সাজিয়ে ফেলা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার।”

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছোটবেলায় প্রায় সবারই এমন একটা ধারণা থাকে যে রেডিওর ভেতরে নিশ্চয়ই ছোট-ছোট মানুষ রয়েছে যাঁরা গান শোনান বা খবর পড়েন। “একজনকে দেখতে না পেয়ে তাঁর গলা শোনা, এই ব্যাপারটা ছোটবেলা থেকেই রেডিও সম্পর্কে আমার মধ্যে আগ্রহ জাগিয়েছে,” জানালেন শিলাদিত্য। ইন্টারনেটপূর্ব যুগে রেডিওর কোনও বিশেষ সঞ্চালককে কেমন দেখতে, সেই নিয়েও অনেকরকম কল্পনা কাজ করতো শ্রোতাদের মনে। এই সব বিষয়ই তাঁর ছবিতে থাকবে বলে জানালেন শিলাদিত্য।

“প্রিয়াঙ্কার সঙ্গে প্রথমবার কাজ করছি। আশা করি এই ছবিতে প্রিয়াঙ্কার নতুন লুক দর্শকদের ভালো লাগবে,” বললেন শিলাদিত্য।

আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ‘রেডিও’র শুটিং।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *