অনীকের নতুন ছবিতে ‘পথের পাঁচালী’র নেপথ্য কাহিনী
RBN Web Desk: জন্মশতবর্ষে সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানাতে চলেছেন অনীক দত্ত। ১৯৫৫ সালে মুক্তি পায় সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’। বিশ্ব চলচ্চিত্রে আলোড়ন ফেলে দেওয়া সেই ছবি তৈরির নেপথ্য কাহিনী নিয়েই অনীক পরিচালনা করতে চলেছেন ‘অপরাজিত’। ১ মে প্রকাশিত হয়েছে ‘অপরাজিত’র পোস্টার।
অনীকের ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি পরিচালক অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। ছবিতে সত্যজিতের স্ত্রী বিজয়া রায়ের আদলেও একটি চরিত্রে থাকবে। তবে সেই ভূমিকায় কোন অভিনেত্রী থাকবেন, তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
‘অপরাজিত’র কাহিনী কী নিয়ে?
তরুণ পরিচালক অপরাজিত ভিন্নধারার ছবি পরিচালনা করতে চান। তার সমবয়সী কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে তিনি সেই কাজে নেমে পড়েন। মসৃণ হয় না সেই যাত্রাপথ। অর্থের যোগানই মূল সমস্যা হয়ে দাঁড়ায়। তবু একসময় শেষ হয় ‘পথের পদাবলী’।
উচ্চতা এবং মুখশ্রীতে সত্যজিতের সঙ্গে আবিরের মিল আছে বলেই মনে করেন অনীক। তাই তাঁকেই এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন তিনি। তবে ‘অপরাজিত’ কোনওভাবেই কোনও রিমেক বা সত্যজিতের বায়োপিক নয়, জানিয়েছেন অনীক। ছবিতে ‘পথের পাঁচালী’র নেপথ্য কারিগরদের কথাও থাকবে বলে জানিয়েছেন তিনি।
করোনা অতিমারীতে আক্রান্ত গোটা দেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শুরু হবে ‘অপরাজিত’র শুটিং।
ছবি: গার্গী মজুমদার