সৃজিতের ছবিতে নীরজ?
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মুম্বইয়ের জনপ্রিয় অভিনেতা নীরজ কবি। সৃজিত পরিচালিত হিন্দি ছবি ‘শের দিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন নীরজ। অন্তত ইন্ডাস্ট্রি সূত্রে সেরকমই খবর। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘মির্জ়াপুর’ ও ‘ক্রিমিলাস জাস্টিস’ খ্যাত ডাকসাইটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। নীরজ ছাড়াও ‘শের দিল’-এ অভিনয় করতে চলেছেন রসিকা দুগ্গল।
সদ্য মুক্তিপ্রাপ্ত লক্ষণ উতেকরের ছবির ‘মিমি’তে আবারও নজর কেড়েছেন পঙ্কজ। ওদিকে বিদ্যা বালনের সঙ্গে ‘শেরনি’ ছবিতে দেখা গেছে নীরজকে। ‘পাতাল লোক’ ও ‘তলওয়ার’-এও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
‘মির্জ়াপুর’-এর পর ‘ওকে কম্পিউটার’ ওয়েব সিরিজ়ে শেষ দেখা গেছে রসিকাকে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
২০০৭-এর পিলভিট ব্যাঘ্র প্রকল্পে মানুষ বনাম বাঘের একাধিক সংঘর্ষকে কেন্দ্র করে ‘শের দিল’-এর চিত্রনাট্য লিখেছেন সৃজিত। যে কোনও জঙ্গল সংলগ্ন এলাকায়—যাকে বাফার জ়োন বলা হয়—সেখানে এরকম সংঘর্ষ লেগেই থাকে। পিলভিটের এই এলাকার কয়েকটি গ্রাম থেকে সবচেয়ে বৃদ্ধ মানুষটিকে জঙ্গলে পাঠানো হতো, সরকার ঘোষিত ₹১০ লক্ষ মরণোত্তর ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে। এই টাকা আদায়ের জন্যই দরিদ্র গ্রামবাসী জোর করেই গ্রামের সবথেকে বয়স্ক মানুষটিকে বাঘের মুখে ঠেলে দিত।
সৃজিত পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘বেগমজান’ সেভাবে বক্স অফিস সাফল্য না দেখলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের বায়োপিক ‘শাবাস মিতু’ পরিচালনা করছেন সৃজিত।