রানুর সাক্ষাৎকার নিতে হলে লাগবে টাকা, জানিয়ে দিল অতীন্দ্র
RBN Web Desk: রানু মণ্ডলের সাক্ষাৎকার নিতে চাইলে লাগবে টাকা, এমনটাই জানিয়ে দিলেন অতীন্দ্র চক্রবর্তী। সম্প্রতি রানাঘাট স্টেশনে পরিবার পরিত্যক্ত রানুকে গান গাইতে দেখে তাঁর একটি ভিডিও তুলে ইন্টারনেটে পোস্ট করেন অতীন্দ্র। মুহুর্তে ভাইরাল হয়ে যায় রানুর গলায় গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি। সন্তোষ আনন্দের কথায় ও লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সুরে, ১৯৭২ সালে ‘শোর’ ছবিতে এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। তাঁর সঙ্গীত জীবনের সর্বাধিক জনপ্রিয় গানগুলির মধ্যে এটিকে গণ্য করা হয়ে থাকে।
লতার এই গান গাওয়ার জন্য রানুকে রাতারাতি বিখ্যাত করে তোলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একাংশ। তাঁকে মুম্বই ডেকে পাঠান সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। সেখানে হিমেশের সুরে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য ‘তেরি মেরি কাহানি’ ও ‘আশিকি মে তেরি’ গান দুটি রেকর্ড করেন রানু। হিমেশের সঙ্গে আরও কয়েকটি গান রেকর্ড করার কথা আছে তাঁর।
আরও পড়ুন: অ্যাকশনরত নায়িকা, নেপথ্যে বিবেকানন্দের বাণী
ইতিমধ্যে অতীন্দ্রকে তাঁর ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন রানু। আর তারপরেই শুরু হয় বিতর্ক। রানুর মেয়ে স্বাতী মণ্ডল অভিযোগ করেন যে তাঁর মায়ের সঙ্গে দেখাই করতে দিচ্ছেন না অতীন্দ্র ও তপন দাস। দুজনেই রানাঘাটের স্থানীয় একটি ক্লাবের সদস্য। অতীন্দ্র ও তপন তাঁর মায়ের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন স্বাতী।
এদিকে কলকাতার এক সংবাদমাধ্যমের তরফ থেকে রানুর সাক্ষাৎকার নেওয়ার জন্য অতীন্দ্রকে টেলিফোনে যোগাযোগ করা হয়। অতীন্দ্র সাফ জানিয়ে দেন, রানু এখন সেলিব্রিটি। দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁকে শো করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এই মুহুর্তে তিনি এখন মুম্বইতে একাধিক স্টেজ শো করতে ব্যস্ত। তাঁর ন্যূনতম পারিশ্রমিক ₹১ লক্ষ। রানুর সাক্ষাৎকার পেতে হলে কমবেশী সেই একই টাকা দিতে হবে, জানিয়ে দেন অতীন্দ্র।