শেষ হল শ্যুটিং, ‘ভানুমতীর খেল’ খতম
RBN Web Desk: শেষ হতে চলেছে ‘ভানুমতীর খেল’। এই ধারাবাহিকটির শেষ পর্বের কিছু দৃশ্য ক্যানবন্দী করা হল সম্প্রতি। যদিও হাতে এখনও বেশ কয়েকটি পর্ব আছে, তবে সেগুলো সম্প্রচার হয়ে গেলেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিকটি। ‘ভানুমতীর খেল’-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, মৌমিতা গুপ্ত, রুবেল দাস ও শ্রেয়সী রায়। গত বছর ৮ জানুয়ারী সম্প্রচার শুরু হয় ধারাবাহিকটির।
পরিচালক অয়ন সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানালেন, স্বাভাবিক নিয়মেই শেষ হচ্ছে ‘ভানুমতীর খেল’। একটা ধারাবাহিক তো আর অনন্তকাল চলতে পারে না। গত সপ্তাহেও ভালো টিআরপি অর্জন করেছিল ধারাবাহিকটি। আসলে গল্পটাই শেষ হয়ে গেছিল। তাই সেটাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না, বললেন অয়ন।
পৌষমেলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিল বিশ্বভারতী
তবে একই সঙ্গে উঠছে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগও। ধারাবাহিকটির সঙ্গে যুক্ত কয়েকজন টেকনিশিয়নের দাবী, তাঁদের বেশ কয়েকজনের পারিশ্রমিক মেটানো হয়নি অনেকদিন। এই প্রযোজনা সংস্থার অধীনে থাকা আরও দুটি ধারাবাহিকেরও একই অবস্থা। আগেও এই সংস্থার একটি ধারাবাহিক বন্ধ হয়ে গেছে বকেয়া পারিশ্রমিকের জেরে, দাবী করলেন তাঁরা।
তবে টেলিপাড়া সূত্রের খবর, নতুন ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’কে জায়গা করে দিতেই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘ভানুমতীর খেল’। সেই জন্যই তড়িঘড়ি শেষ হল শ্যুটিং।