শরৎচন্দ্রের জনপ্রিয় উপন্যাস তৃতীয়বার বড় পর্দায়, কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা
RBN Web Desk: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে নতুন ছবি আসতে চলেছে বড় পর্দায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্র বিজয়ার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। নরেন ও বিলাসের ভূমিকায় থাকছেন জয় সেনগুপ্ত ও বাংলাদেশী অভিনেতা ফিরদৌস আহমেদ। ছবিটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। এটিই তাঁর প্রথম ছবি।
এপ্রিল থেকে ‘দত্তা’র শ্যুটিং চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে ভিসা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন ফিরদৌস। ব্যবসায়িক ভিসা নিয়ে ভারতে এসে লোকসভা ভোটের আগে একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফিরদৌসকে বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং ছ’মাসের জন্য তাঁকে কালো তালিকাভূক্ত করা হয়। সেই মেয়াদ শেষ হতে চলেছে অক্টোবরে। সূত্রের খবর, অক্টোবর থেকেই ফের শুরু হবে ‘দত্তা’র শ্যুটিং।
খেল দিখা সকোগে না?
এর আগে দু’বার বড় পর্দায় এসেছে ‘দত্তা’। ১৯৫১ সালে সৌমেন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেন সুনন্দা বন্দ্যোপাধ্যায়, অহীন্দ্র চৌধুরী ও মনোরঞ্জন ভট্টাচার্য। এরপর ১৯৭৬-এ অজয় করের ‘দত্তা’ ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত ও সমিত ভঞ্জ।
ছবি: রাজীব মুখোপাধ্যায়