সেই হলুদ শার্টটা আজও রেখে দিয়েছি: শঙ্কর
RBN Web Desk: ‘বেলাশুরু’ ছবির শুটিং চলছে। একটি দৃশ্যে শট দেবেন বলে অপেক্ষা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দৃশ্যে সৌমিত্রর পরণে একটা হলুদ শার্টের কন্টিন্যুইটি রয়েছে যা সেদিন প্রোডাকশনের তরফে আনতে ভুলে যায়। এদিকে শঙ্কর চক্রবর্তী সেদিনই নিজের একটি হলুদ রঙের শার্ট পরবেন বলে নিয়ে গিয়েছিলেন। অগত্যা সেই শার্টটি পরেই শুটিং করলেন সৌমিত্র।
“আমি সেই শার্টটা আজও আলমারিতে তুলে রেখেছি। ওই শার্ট আমি আর কোনওদিন পরব না।” সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৌমিত্রর স্মরণে একটি প্রদর্শনীর উদ্বোধনে এসে বললেন শঙ্কর।
“সৌমিত্রদার সঙ্গে আমার বহুদিনের আলাপ,” বললেন শঙ্কর। “আমি ওনাকে প্রথম দেখি মঞ্চে, ওনার অভিনীত ‘রাজকুমার’ নাটকে। তারপর আমি আর নাটক না দেখে মুগ্ধ হয়ে শুধু ওনাকে দেখে গেলাম। একজন মানুষ এত সুন্দর হতে পারে!”
আরও পড়ুন: টেলিভিশনে ফিরছেন লাবণী
১৯৯২ সালে সৌমিত্রর সঙ্গে ‘সল্যুশন এক্স’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন শঙ্কর। এরপর একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বেলাশেষে’ ছবিতে তাঁদের অভিনীত পিতা-পুত্র জুটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই ছবির পরববর্তী ভাগ ‘বেলাশুরু’তে শেষবারের মতো সৌমিত্রর সঙ্গে অভিনয় করেছেন শঙ্কর।
“‘বেলাশেষে’ ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে আমি আমার মানিব্যাগ বের করে দেখাচ্ছি সেখানে বাবা ও মা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের একটা ছবি আমি সবসময় সঙ্গে রাখি। তার কারণ মা-বাবা দেবতাসম। এরপর যখন আমরা ‘বেলাশুরু’র শুটিং শুরু করি, তখন সেখানে থানায় সেই ছবিটা দেখানোর একটা দৃশ্য ছিল। অথচ ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রপসে নেই। এদিকে দৃশ্যটা করতেই হবে। আমি তখন বললাম যে আমার কাছে ছবিটা আছে। আজও সেই ছবিটা আমি পকেটে রেখে দিয়েছি,” জানালেন শঙ্কর।
ছবি: প্রতিবেদক