সৃজিতের ফেলুদা সিরিজ়ে সাহেব
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সাহেব ভট্টাচার্য। এর আগে সন্দীপ রায় পরিচালিত ‘গোরস্থানে সাবধান’ ও ‘রয়েল বেঙ্গল রহস্য’ ছবিতে তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন সাহেব।
বর্তমানে, সত্যজিৎ রায় রচিত ‘দার্জিলিং জমজমাট’-এর শুটিংয়ের জন্য দলবল নিয়ে উত্তরবঙ্গে গেছেন সৃজিত। এই সিরিজ়ে ফেলুদা, তোপসে ও জটায়ুর চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী। এই কাহিনীতে চলচ্চিত্র অভিনেতা রাজেন রায়নার চরিত্রে অভিনয় করছেন সাহেব।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
টোটা-কল্পন-অনির্বাণকে নিয়ে সৃজিতের ফেলুদা সিরিজ়ের প্রথম ছবি ‘ছিন্নমস্তার অভিশাপ’ প্রবল জনপ্রিয়তা লাভ করে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’।
এদিকে ডিসেম্বরে বড়পর্দায় ‘হত্যাপুরী’ আনতে চলেছেন সন্দীপ।