ছবি পুনঃমুক্তি নির্বিঘ্নেই, আশাবাদী ইন্দ্রাশিস
RBN Web Desk: কেউ বলপ্রয়োগ না করলে ‘পার্সেল’ পুনঃমুক্তিতে কোনও সমস্যা হওয়ার কথা নয়, এমনটাই মনে করেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। ১৩ মার্চ মুক্তি পায় ইন্দ্রাশিস পরিচালিত ‘পার্সেল’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তিয়াসা দাশগুপ্ত ও দামিনী বসু।
করোনা ভাইরাসের জেরে কলকাতা সহ সমগ্র ভারত এখন নিস্তব্ধ। স্কুল, কলেজ, অফিসের পাশাপাশি ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে গেছে সমস্ত শুটিং। তাতেও বিপদের আশঙ্কা না কমায় ২৪ মার্চ গোটা দেশে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। ফলত কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে মুক্তিপ্রাপ্ত ছবিগুলি।
আরও পড়ুন: ডিস্ট্রিবিউটরদের আপত্তি, স্বপ্নদৃশ্যে এলেন নায়িকা
“‘পার্সেল’ তো খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছিল,” রেডিওবাংলানেট-কে বললেন ইন্দ্রাশিস, “তাই আমরা ছবিটা পুনঃমুক্তি করব। আগে এই দুর্যোগটা কাটুক। সবকিছুই তো পিছিয়ে যাবে। যে ছবিগুলি পরে মুক্তি পাওয়ার কথা, সেগুলো যদি একটু সিস্টেমেটিক পদ্ধতিতে পিছিয়ে দেওয়া যায়, তাহলে তো কারোর কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরিস্থিতি এমন যে এভাবেই চলতে হবে। আশা করি ‘পার্সেল’-এর পুনঃমুক্তি নির্বিঘ্নেই হবে।”