প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে পেরে খুশি: মানালী
RBN Web Desk: শবনমের মত একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি, এমনটাই বললেন মানালী দে। নকশী কাঁথা ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে মানালী জানালেন, এরকমই একটি চরিত্রের খোঁজ করছিলেন তিনি। তাই শবনমের চরিত্রে অভিনয় করার প্রস্তাব যখন তাঁর কাছে আসে, তিনি আর না করেননি, দাবী মানালীর।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
বউ কথা কও ধারবাহিকে ময়ূরাক্ষী ওরফে মৌরীর চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা লাভ করেন মানালী। এরপর বেশ কিছুদিন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ২০১৬ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত প্রাক্তন ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।
তবে নকশী কাঁথার আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু কোনওটাই মুখ্য চরিত্র নয় বলে তিনি রাজি হননি, জানালেন মানালী।
ছবি: আনন্দবাজার পত্রিকা