করোনার কবলে বাংলা ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীরা
RBN Web Desk: এবার করোনায় আক্রান্ত হলেন বাংলা ধারাবাহিকের একাধিক শিল্পী ও কলাকুশলী। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র ভিভান ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। ধারাবাহিকে তাঁকে অশোকের চরিত্রে দেখা যায়। অন্যদিকে ‘কনে বউ’ ধারাবাহিকের মাহি চরিত্রের অভিনেত্রী নেহা আমনদীপেরও করোনা পজ়িটিভ। এছাড়া ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায় ও বিভিন্ন ধারাবাহিকের মোট ১১ জন কলাকুশলীর শরীরে করোনা থাবা বসিয়েছে।
১১ জুন থেকে ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার সময় থেকেই শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে মতবিরোধ দেখা যায়। অনেক বয়স্ক অভিনেতাই এই অবস্থায় স্বেচ্ছায় কাজ বন্ধ রেখেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ থাকলে অনেকেই আর্থিক সমস্যায় পড়তে পারেন, তাই বিধিনিষেধ মেনে শুটিং শুরু করা হয়। তবে মাত্র দেড় মাসের মধ্যেই এতজন শিল্পী ও কলাকুশলীর আক্রান্ত হওয়ার খবর আবারও নতুন করে ভাবতে বাধ্য করবে কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: আবারও বুদ্ধদেবের ছবিতে চন্দন
২১ জুলাই অবধি ‘কৃষ্ণকলি’র শুটিং করেছেন ভিভান। সে দিন তাঁর জ্বর আসায় পরীক্ষা করে করোনা পজ়িটিভ আসে। তবে পরবর্তী রিপোর্ট নেগেটিভ হলে তিনি দ্রুত কাজে ফিরবেন বলে জানিয়েছেন অভিনেতা। এদিকে ১৬ জুলাই জ্বর এলেও সুস্থ হয়ে চারদিন পর আবার কাজে ফেরেন দীপঙ্কর। কিন্তু খাবারে স্বাদ না পাওয়ায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা করালে তাঁর রিপোর্টও পজ়িটিভ আসে। ওদিকে ২৬ জুলাই পর্যন্ত শুটিং করেছেন নেহা, বুধবার তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। এঁদের তিনজনই উপসর্গবিহীন সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ফলে রিপোর্ট আসার আগে পর্যন্ত সকলেই কাজ করে গেছেন নিয়মমাফিক। সেটাই আরও বেশি চিন্তায় ফেলেছে ধারাবাহিকে কাজ করা অন্য শিল্পীদের।
‘সিংহলগ্না’ ধারাবাহিকের কন্যাকুমারী চন্দ ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। কিছুদিন আগে দীপঙ্কর তাঁর মেক আপ করেছিলেন। বাড়িতে বয়স্ক মানুষ ও ছোট বাচ্চা থাকায় এই অবস্থায় তিনি কাজ করতে স্বচ্ছন্দ বোধ করছেন না বলে জানা গিয়েছে। নেহার সঙ্গে একই ধারাবাহিকে কর্মরত সোনালী চৌধুরী এই মুহূর্তে কাজ বন্ধ রেখেছেন। টেস্ট করিয়ে রিপোর্ট নেগেটিভ এলে তবেই আবার কাজে ফিরবেন তিনি। ফেডারেশনের পক্ষে অপর্ণা ঘটক জানিয়েছেন যেসব কলাকুশলীরা আক্রান্ত হয়েছেন তাঁদের তালিকা হাতে পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।