ইরাবতীর সঙ্গে কোথায় অমিল, জানালেন মনামী
RBN Web Desk: ইরাবতীর চুপকথা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে সম্প্রতি ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই ধারাবাহিকটির এখনও পর্যন্ত সম্প্রচার হয়েছে দেড়শোরও বেশি পর্ব।
মনামী ইতিমধ্যেই জানিয়েছেন যে ইরাবতীর মত একজন স্বাধীন, প্রতিষ্ঠিত নারীচরিত্রের সঙ্গে তাঁর অনেক মিল। সেই জন্যই এই চরিত্রে অভিনয় করতে রাজি হন তিনি।
‘স্টার না হয়েও আমি নিজের দর্শক নিজেই তৈরী করেছি’
কিন্ত মিল থাকলেও, অমিল কি কোথাও নেই?
সংবাদমাধ্যমকে মনামী জানালেন, একটি বিশেষ জায়গায় ইরাবতীর সঙ্গে তার অনেকটাই অমিল রয়েছে। ইরাবতী একদমই সাজতে ভালোবাসে না। তার পোশাকও খুবই সাধারণ, এমনকি বাড়ির বাইরেও। এক্ষেত্রে মনামী একেবারেই উল্টো মেরুতে। একমাত্র বাড়িতে থাকলেই তিনি সাধারণ পোশাক পড়েন বা খুব হাল্কা মেকআপ নেন। বাইরে বেরোনোর সময় তিনি পোশাক ও মেকআপ সম্বন্ধে খুবই সচেতন থাকেন, এমনটাই জানালেন মনামী।