বাংলা ছবি পরিচালনায় এলেন শেখর ঘোষ
RBN Web Desk: ‘সুপার সে উপর’ এবং ‘চৌকি’র পর এবার বাংলা ছবি ঘোষণা করলেন পরিচালক শেখর ঘোষ। মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থার হাত ধরে এই প্রথম বাংলা ছবিতে তাঁর হাতেখড়ি হতে চলেছে। সাতশোরও বেশি বিজ্ঞাপন, দুটি হিন্দি ছবি করার পর এই প্রথম বাংলা ছবির কাজ নিয়ে পরিচালক বেশ উত্তেজিত।
“গল্পটা লিখতে বসে হঠাৎই খবরের কাগজের একটা বিশেষ অংশ আমার চোখে পড়ে। খুন, জখম, রাহাজানি, মৃত্যু এইসব নিত্যদিনের ঘটনাগুলো আমাকে নাড়া দিতে থাকে। কিছুক্ষণ পর আবার আমি আমার কাজে ডুবে যাই। এটাই বাস্তব জীবন। দুঃখজনক হলেও এটাই সত্যি। সেই সব ভাবনা থেকেই এই ছবি করা। আমার সৌভাগ্য বাংলার অনেক প্রথিতযশা অভিনেতা, কলা-কুশলীদের সঙ্গে আমি কাজটা করতে পারছি,” সংবাদমাধ্যমকে জানালেন শেখর।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
মূলত থ্রিলার ঘরাণার এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও সৌরসেনী মৈত্র।

