চার বছর পর ফিরছে ‘মীরাক্কেল’
RBN Web Desk: চার বছর বিরতির পর আবার শুরু হতে চলেছে ‘মীরাক্কেল’। এ বছর দশম বর্ষে পা রাখছে টেলিভিশনের জনপ্রিয় এই কমেডি রিয়ালিটি শো। এর আগে নয়টি সিজ়ন ধরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রতিযোগীরা এই অনুষ্ঠানের মঞ্চে লড়াই করেছেন। সেই একই হাসির মেজাজ নিয়ে আবার ফিরছে মীরাক্কেল।
সঞ্চালনায় বরাবরের মতোই থাকবেন মীর আফসার আলী ও তাঁর টিম ব্যান্ডেজ। এবার বিচারক হিসেবে থাকবেন পাওলি দাম, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিশ্বনাথ বসু। পরের দিকের পর্বে বিচারক হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন রুদ্রনীল ঘোষ ও সোহম চক্রবর্তী।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
অতিমারীর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গত ছ’মাসে মানুষ হাসতে ভুলে গিয়েছিল। একটানা এতদিন ধরে কঠিন সময় পেরিয়ে ক্লান্ত দর্শকদের জন্য স্বস্তির বাতাস আনতে চলেছে ‘ভাল থাকার ভ্যাকসিন’ মিরাক্কেল ১০। চ্যানেলের দাবী পরিবারের সকলকে নিয়ে বসে দেখা যাবে এবারের সিজ়ন। প্রথম অবস্থায় অংশগ্রহণ করবেন ২৮ জন প্রতিযোগি। গত ১৮ মাস ধরে প্রায় হাজারের ওপর প্রতিযোগীদের মধ্যে অডিশনের মাধ্যমে এই ২৮ জনকে বেছে নেওয়া হয়েছে। এদের নিয়ে শুরু হবে অডিশন রাউন্ড। এরপর বিচারকরা মূল লড়াইয়ের ১৪ জন প্রতিযোগীকে বেছে নেবেন।
১১ অক্টোবর থেকে প্রতি রবিবার রাত ৮টা থেকে দেখা যাবে ‘মীরাক্কেল ১০’।