উঠে এল ফাগুন বউ, সেরা দশে এবার ১১টি ধারাবাহিক

RBN Web Desk: বাদ বকুলকথা। বেশ কয়েক সপ্তাহ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকার সেরা পাঁচে থাকার পর বেরিয়ে গল বকুলকথা। এ সপ্তাহের এই তালিকায় প্রধান অঘটন এটাই।




তবে সম্প্রতি এই ধারাবাহিকে নীল চট্টোপাধ্যায় ও রাজ ভট্টাচার্যকে নিয়ে শুরু হয়েছে নতুন ট্র্যাক। আশা করা যায় আগামী দিনে হারানো জমি ফিরে পাবে বকুলকথা।

সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?

এ সপ্তাহের সেরা পাঁচে এবার উঠে এসেছে ফাগুন বউ । মহুল ও রোদ্দুরের গল্প বেশ ভালই লাগছে দর্শকের, এমনটাই ধারণা করা হচ্ছে টেলিদুনিয়ায়। ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়ের জমাটি অভিনয় রসায়ন এই ধারাবাহিকটির উর্ধ্বমুখী জনপ্রিয়তার একটি প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১১টি ধারাবাহিক এরকম।

১. কৃষ্ণকলি (১০.৩)

ফাগুন বউ

পরের পাতা—>

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *