বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে ‘স্ক্র্যাপবুক’
কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বাংলা গানের দল ‘স্ক্র্যাপবুক’। শৌর্যদীপ সান্যাল ও স্বরূপ দাসকে নিয়ে তৈরি ‘স্ক্র্যাপবুক’ ইতিমধ্যেই তিনটি অনুষ্ঠান করে ফেলেছে শহরের বুকে। আগামীকাল সন্ধ্যায় গ্যালারি গোল্ড-এ দলটির চতুর্থ অনুষ্ঠান।
রেডিওবাংলানেট-কে স্বরূপ জানালেন, “বিগত তিনটে অনুষ্ঠানে আমরা নিজেরাই পারফর্ম করেছিলাম। এবার আমরা মূলত থাকছি আয়োজকের ভূমিকায়। নিজেদের গানের চেয়ে অনেক বেশি করে শুনব বন্ধুদের আবৃত্তি ও শ্রুতিনাটক, দেখব নৃত্যনাট্যও। এর সঙ্গে থাকছে লাইভ পেইন্টিংও। সবুজের আহ্বানে জড়ো হয়ে, একঝাঁক শিল্পীদের সঙ্গে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।”
৭০০ পর্ব পেরোল ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’
অনুষ্ঠানে থাকছে উত্তরপাড়া ব্রাত্যজনের নাটক ‘নমঃ যন্ত্র’, বাচিকশিল্পী সৌভিক ও সুস্মিতার শ্রুতিনাটক ও পীযুষ গায়েনের লাইভ পেন্টিং। রয়েছে অর্ঘ্যদীপ আচার্য, শ্রীযুত গুপ্ত ও কৃপা বসুর কবিতাপাঠ। এছাড়াও বাঁশি বাজিয়ে শোনাবেন শৌভিক পাল। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে থাকছেন অভীক গুপ্ত।