মিতিনমাসির দৌড়ে এবার অর্পিতা
RBN Web Desk: মিতিনমাসির দৌড়ে এবার অর্পিতা চট্টোপাধ্যায়। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে নিয়ে ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সেই চরিত্রে এবার দেখা যেতে পারে অর্পিতাকে।
বড় পর্দায় মিতিনমাসিকে নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে মিতিনমাসি সিরিজে়র প্রথম ছবি আসছে এই পুজোয়। মিতিনের চরিত্রে অভিনয় করতে চলেছেন কোয়েল মল্লিক। মিতিনমাসির সঙ্গী টুপুরের চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে। এর আগে অরিন্দমের শবর সিরিজ়ের ছবি ‘ঈগলের চোখ’–এ অভিনয় করেছিলেন রিয়া।
পৌষমেলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিল বিশ্বভারতী
সংবাদমাধ্যমের কাছে পরমব্রতর দাবী, অরিন্দমের ছবি ঘোষণার অনেক আগে থেকেই মিতিনমাসিকে নিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে এই সিরিজ়ের দশটা গল্পের স্বত্বও কিনেছেন। মিতিনমাসি চরিত্রে তাঁর প্রথম পছন্দ অর্পিতা। এই প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে বলে জানালেন পরমব্রত, যদিও চুক্তিপত্রে এখনও সই করেননি অর্পিতা।
তবে শ্যুটিং শুরু হতে এখনও মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন পরমব্রত।