অ্যাডভেঞ্চারের খোঁজে এবার পরম, কোয়েল, গৌরব

RBN Web Desk: অ্যাডভেঞ্চারের খোঁজে এবার পা বাড়াতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তী। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবিতে দেখা যাবে এদের তিনজনকে।

এর আগে হেমেন্দ্রকুমার রায়ের গল্প অবলম্বনে সায়ন্তন পরিচালনা করেছিলেন যকের ধন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। ছবিতে বিমলের চরিত্রে অভিনয় করেছিলেন পরম। কুমারের চরিত্রে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

তবে নতুন ছবিতে বিমলরূপী পরম ফিরলেও, ডেট সমস্যার কারনে থাকছেন না রাহুল। কুমারের চরিত্রে দেখা যাবে গৌরবকে।

যে জন থাকে মাঝখানে

টালিগঞ্জ সূত্রের খবর, ছবির মূল দুই চরিত্র হেমেন্দ্রকুমারের তৈরি হলেও, কাহিনী একেবারেই নতুন। চিত্রনাট্যের দায়িত্বে সায়ন্তন আর সৌগত বসু। এর আগে সায়ন্তনের আলিনগরের গোলোকধাঁধা দর্শকমহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে, পেয়েছে সমালোচকের বাহবা। তাই সায়ন্তন-সৌগত জুটি আবার ফিরছেন নতুন অভিযানের গল্প নিয়ে।

চমক যথেষ্টই থাকছে এই ছবিতে। সায়ন্তনের দাবী, তাইল্যান্ডের এমন অনেক জায়গায় শ্যুটিং হবে, যেখানে আগে কোনও বাংলা ছবির প্রোডাকশন টিমের পা পড়েনি। বেশকিছু বেপরোয়া স্টান্টও থাকছে ছবিতে। এছাড়া সমুদ্রের নীচে এক জাহাজডুবির লোকেশনেও শ্যুটিং হবার কথা, জানালেন পরিচালক।

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

তবে এই ছবিও গুপ্তধন সংক্রান্ত কি না, তা নিয়ে সংবাদমাধ্যমকে কিছু খুলে বললেন না সায়ন্তন। শ্যুটিং শুরু ১৯ জুলাই। বেশিরভাগটাই তাইল্যান্ডে। এছাড়া বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করা হবে সিকিমে। কোয়েল, পরম, গৌরব ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত ও শান্তিলাল মুখোপাধ্যায়।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *