লাল স্যুটকেস নিয়ে বিপাকে সোহম, সায়নী
RBN Web Desk: যে কোনও নেশাই এমন এক অভ্যাসের ঘেরাটোপে বন্দী করে ফেলে যেখান থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসতে না চাইলে বেরোবার কোনও উপায় নেই। এমনকি নিজের সঙ্গেও কতটা লড়াই করে কোনও নেশার কবল থেকে উদ্ধার পেতে হয় সে একমাত্র ভুক্তভোগীই জানে। নেশার এই অমোঘ চক্রব্যূহকে ভেদ করার কাহিনী নিয়ে ঘোষিত হলো পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘এলএসডি: লাল স্যুটকেসটা দেখেছেন?’ অভিনয়ে রয়েছেন সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, সুমিত সমাদ্দার, জুন মাল্য, অভিজিৎ গুহ ও সুভদ্রা মুখোপাধ্যায়।
সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রূপসা। কলেজের সিনিয়র দিদি তৃণার সঙ্গে বিভিন্ন ধরণের নেশা করার মধ্যে দিয়ে অন্য এক জগৎকে খোঁজে সে। এদিকে হঠাৎ করেই তার বিয়ে ঠিক হয়ে যায়। অগত্যা কলেজের ব্যাচমেট অমর্ত্যের সঙ্গে সে যোগাযোগ করে এলএসডি ট্রিপের জন্য। সেই রাতে এলএসডি নেওয়ার মধ্যে দিয়ে অনেকগুলো জীবন পাল্টে যেতে থাকে। এক ক্যাব ড্রাইভারের মৃত্যু, পুলিশের হয়রানি, ড্রাগের নেশা, পরিবারের লোকজন এবং কিছু দুষ্কৃতি, সব মিলিয়ে সেই একটি রাতে দুর্বিষহ হয়ে ওঠে রূপসা ও অমর্ত্যের জীবন।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
একটা লাল স্যুটকেস যা রূপসারা লুকিয়ে ফেলতে চায়, সেই নিয়েই এগিয়ে চলে ছবির গল্প। পালাতে-পালাতে একসময় রূপসা বুঝতে পারে যে কোনও ধরণের নেশাই আসলে একটা প্যারাডক্স বা ট্রিক, যা কেবল অন্ধকারের দিকে আকর্ষণ করে। এই উপলব্ধি অনেকখানি বদলে দেয় রূপসার জীবন। অমর্ত্যকে সঙ্গে নিয়ে রূপসা কি নিজেদের মানসিকতার উত্তরণ ঘটাতে পারবে?
সায়ন্তন জানালেন, “এটা ডার্ক কমেডি ঘরানার ছবি। বাংলায় এই ধরণের ছবি খুব একটা হয় না। আমার অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একটা ছবি করার। নানা ধরণের আতঙ্ক ছবির দুই মূল চরিত্রকে একটা গোটা রাত তাড়া করে বেড়ায়। এর মধ্যে আসবে নানারকম থ্রিল ও ট্যুইস্ট। তবে এতকিছু সত্বেও আমার কাছে ছবিটা একটা ভালোবাসার গল্প।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
গোটা কলকাতা জুড়ে ছবির শ্যুটিং হয়েছে। সেট বানিয়ে শ্যুট করলে গল্পের সেই বাস্তব গন্ধটা হারিয়ে যাওয়ার ভয় থাকত বলে মনে করেন সায়ন্তন। “পাবলিক টয়লেট থেকে শুরু করে পতিতালয়, রাতের কলকাতায় সর্বত্র শ্যুট করেছি আমরা। তার মধ্যেই সোহম আর সায়নীকে দেখার জন্য বহু মানুষ ভিড় করেছেন। সব মিলিয়ে এই ছবির শ্যুটিং একটা আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে,” জানালেন তিনি।
ছবির চিত্রগ্রহণ করেছেন রম্যদীপ সাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সায়ন দাশগুপ্ত। ছবিতে সুরারোপ করেছেন স্যাভি। সম্পাদনায় আছেন শুভজিৎ সিংহ, শিল্প নির্দেশনায় তাপস সরকার।
আগামী বছর মুক্তি পাবে ‘এলএসডি: লাল স্যুটকেসটা দেখেছেন?’