কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইকির মিকির’, উচ্ছ্বসিত কলাকুশলীরা

RBN Web Desk: পৃথিবীর বুকে বাস করা প্রায় প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা ও ভাবনাচিন্তার ওপর একটা বড় আঘাত এনেছিল করোনা অতিমারী ও দীর্ঘ লকডাউন। কয়েকমাসে বদলে গিয়েছিল সমস্ত পারিপার্শ্বিক, সামাজিক এবং অর্থনৈতিক চিত্র। নিউ নর্মাল যেমন নতুন করে বাঁচতে শিখিয়েছিল, তেমনই তৈরি হয়েছিল জীবনযাপনের নতুন কিছু সমস্যাও। অতিমারী ও তার পরবর্তীতে দেখা নানা সমস্যা নিয়ে অজস্র স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যের ছবি হয়েছে সে সময়। তেমনই একটি ছবি পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের ‘ইকির মিকির’। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, রূপাঞ্জনা, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে প্রদর্শিত হলো ছবিটি।

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি সম্পর্কে রাতুল জানালেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে আমরা মাত্র সাতদিনে শ্যুটিং করি। খুব লিমিটেড রিসোর্স নিয়ে কাজ করতে হয়েছে। তাই অভিজ্ঞ অভিনেতাদের নিয়েছিলাম। কারণ আমাদের হাতে সময় ছিল না। খুব প্রয়োজনীয় একটা ইস্যু নিয়ে এই ছবি, যেটা নিয়ে সমাজে খুব একটা কথা বলা হয় না।” 

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

বাংলায় যারা স্বাধীনভাবে ছবি করছেন তাদের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দরজা খোলা রয়েছে বলে মনে করেন রূপাঞ্জনা। তিনি জানালেন, “অনেক নতুন পরিচালককে এবার সুযোগ দেওয়া হয়েছে। এটা খুব আশার কথা। ‘ইকির মিকির’ অবশ্যই সামাজিক ছবি। আমরা একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি বানাতে চেয়েছিলাম। পরে সেটাই বড় হয়ে যায়। ছবিতে একটা বাচ্চা মেয়ে অভিনয় করেছে, ওর নাম তিয়াশা। তাকে আমরা ছবিটা দেখতে দিইনি, বা তাকে শুটিংয়ের সময় বুঝতেও দিইনি কী বিষয় নিয়ে এই ছবিটা, কারণ সেটা একটা শিশুর পক্ষে উপযুক্ত ছিল না।”

ছবিতে রূপাঞ্জনা এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন যে তার ছোট্ট মেয়েকে নিয়ে এই শহরে একা থাকেন। 



ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন সৌরভ। “যখন থিয়েটার করতাম,” বললেন তিনি, “তখন এই ফেস্টিভালের একটা পাস জোগাড় করতে কত কিছুই না করেছি। সেই ফেস্টিভালে দেশ-বিদেশের এত ছবির মধ্যে আমারও একটা ছবি দেখানো হচ্ছে এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। আমার কাছে এই ছবিটা একটা এক্সপেরিমেন্ট ছিল বলতে পারি। রাতুল আমাকে সেই স্বাধীনতা দিয়েছিল। নো-অ্যাক্টিং বলতে যদি কিছু থাকে সেটা আমি এই ছবিতে করেছি, এটুকু বলতে পারি।” 

এক সিকিউরিটি গার্ডের চরিত্রে রয়েছেন দেবপ্রসাদ। তিনি জানালেন, “এই ছবিটায় যখন কাজ করেছি তখন থেকেই বড় পর্দায় ছবিটা দেখতে চেয়েছি। সেটা আজ সম্ভব হলো। এটা খুব আনন্দের ব্যাপার। রাতুল খুব পরিষ্কার ছিল ও কী চায়। তাই আমাদের পক্ষেও কাজটা করা সহজ হয়েছিল।” 

চলচ্চিত্র উৎসবের পর ‘ইকির মিকির’ ছবিটি কোনও ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।

ছবি: গার্গী মজুমদার




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *