হারানো সন্তানের খোঁজ, মুক্তি পেল ‘রক্তরহস্য’র ট্রেলার
কলকাতা: ‘আমি ভগবানকে চিঠি পাঠাতে চাই।’ স্টুডিওর টেলিফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসা এক শিশুর কণ্ঠস্বর হঠাৎই একদিন ওলটপালট করে দিল পেশায় রেডিও জকি স্বর্ণজার জীবন। ব্যক্তিগত জীবনে বারবার হেরে যাওয়া স্বর্ণজাকে কী আবার কোনও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে পরিচালক সৌকর্য ঘোষালের পরবর্তী ছবি ‘রক্তরহস্য’। ছবিতে স্বর্ণজার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। অন্যান্য চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ঋতব্রত মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘রক্তরহস্য’র ট্রেলার।
“স্বর্ণজা এমন একটি চরিত্র যে কোনওদিন জেতেনি। এমনকি কারোর কাছে ঠকে যাওয়ার পরেও স্বর্ণজা সেই মানুষটিকেই বিশ্বাস করতে থাকে। সে কারোর খারাপ চাইতে পারে না। বারবার আঘাত পেয়ে একটা সময় স্বর্ণজা উঠে দাঁড়ায়। গোটা ছবিটার প্রতিটি দৃশ্যেই একটা অদ্ভুত সারল্য আছে,” বললেন কোয়েল।
“স্বর্ণজা এমন একজন মানুষ যাকে খুব সহজেই, যে কোনও কারণে আঘাত করা যায়। কিন্তু তার প্রতিঘাতের ভাষাটা অন্যরকম। সে কখনও খারাপ দিয়ে খারাপকে আঘাত করে না। হয় সে সহ্য করে, নয়তো ভালো দিয়ে খারাপটার মোকাবিলা করে। স্বর্ণজার মধ্যে দৃঢ়তা আছ। আসলে এই দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা সূক্ষ্ম বৈপরিত্য রয়েছে যেটা কোয়েল দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ছবিটা দেখলে বোঝা যাবে,” বললেন সৌকর্য।
আরও পড়ুন: হারানো লেত্তি, হারানো লাট্টু
‘রক্তরহস্য’তে খেয়া নামের একটি চরিত্রে দেখা যাবে বাসবদত্তাকে। তবে নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে এখনই কিছু বলতে চাইলেন না তিনি। “চিত্রনাট্য শোনার আগেই আমি এই চরিত্রে অভিনয়ের প্রস্তাবটা পাই,” জানালেন তিনি। “চরিত্রটির বিবরণ ও গল্পটা শোনামাত্রই আমি রাজি হয়ে গিয়েছিলাম। পরে চিত্রনাট্যটা শুনে এতটাই ভালো লেগেছিল যে ‘না’ বলার কোনও কারণই ছিল না।” এই ছবিতে তাঁর বেশিরভাগ দৃশ্যই কোয়েল ও চন্দনের সঙ্গে, জানালেন বাসবদত্তা।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নবারুণ বোস ও দেবদীপ মুখোপাধ্যায়।
১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘রক্তরহস্য’।