মৃণাল সেনের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য, ‘পালান’কে ফেরাচ্ছেন কৌশিক
কলকাতা: ঠিক চার দশক আগে রমাপদ চৌধুরীর কাহিনী অবলম্বনে, মৃণাল সেনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘খারিজ’। অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, দেবপ্রতিম দাশগুপ্ত অভিনীত ছবিটি ১৯৮৩ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায়। দুটি জাতীয় পুরস্কারও পেয়েছিল ‘খারিজ’। ৪০ বছর পর সেই ছবিই বর্তমান প্রেক্ষাপটে নিয়ে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। থাকবে সেই একই পরিবার, একই নাম, একই পরিচয়। তবে বদলে যাবে গল্প। এবারে ছবির নাম ‘পালান’। অঞ্জন, মমতা শঙ্কর, শ্রীলা ও দেবপ্রতিম থাকছেন এই ছবিতে। এছাড়াও থাকছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। আজ শহরে এক অনুষ্ঠানে ছবির নাম ঘোষণা করলেন কৌশিক।
উত্তর কলকাতার এক ছোট্ট, সাধারণ মধ্যবিত্ত পরিবারে বাবার হাত ধরে গ্রাম থেকে কাজ করতে আসে পালান নামে এক কিশোর। এক রাতে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। এই ছিল ‘খারিজ’-এর মূল গল্প।
“’নহবত’, ‘জগন্নাথ’-এর মতো নাটক দেখার পরিবেশ ছিল বাড়িতে। কিন্তু মৃণাল সেনের ছবি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল। ‘খারিজ’-এর প্রতি আমার অশেষ ঋণ। মৃণালদার ছবি আমাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে,” বললেন কৌশিক।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
‘খারিজ’-এর মতোই ‘পালান’-এ নিজ নামের চরিত্রে অভিনয় করবেন অঞ্জন ও মমতা শঙ্কর। পুপাইয়ের চরিত্রে থাকছেন যিশু, তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন পাওলি।
“পাশ্চাত্য সংস্কৃতি চর্চা করতে অভ্যস্ত আমাকে সেলুলয়েডের গন্ধ চিনিয়েছিলেন মৃণাল সেন,” বললেন অঞ্জন।সেদিনের স্মৃতি রোমন্থন করে অঞ্জন জানালেন, মৃণাল সেনের পাঞ্জাবি পরেই ‘খারিজ’-এ তাঁর লুক সেট হয়েছিল।
“মৃণালদা না থাকলে, আজ আমি এখানে থাকতাম না। আজও ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় যেন ‘মৃগয়া’র জন্য শট দিচ্ছি,” বললেন মমতা শঙ্কর।
“’কালবেলা’য় আমার অভিনয় দেখে নিজে ফোন করে প্রশংসা করেছিলেন মৃণাল সেন। বলেছিলেন, যদি কোনওদিন ছবি করি তোমাকে নেব। সেই কথাটা আজ বারবার মনে পড়ছে,” জানালেন পাওলি।
প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-এর প্রযোজনায় আপাতত চলছে ‘পালান’-এর প্রস্তুতি পর্ব। ২৫ মার্চ থেকে শুরু হবে শুটিং। আগামী বছর, মৃণাল সেনের জন্মশতবর্ষে মুক্তি পাবে ‘পালান’।
ছবি: অঙ্কিতা দাশ