আবার ফিরছে ঋত্বিক-অন্বেষা জুটি
RBN Web Desk: আবারও ফিরছে ঋত্বিক মুখোপাধ্যায়-অন্বেষা হাজরা জুটি। দর্শকের মধ্যে প্রবল জনপ্রিয় হয়েছিল তাঁদের উর্মি-সাত্যকি জুটি। আবারও ফিরছেন তাঁরা নতুন রূপে। নতুন ধারাবাহিক ‘আনন্দী’তে আবারও দেখা যাবে ঋত্বিক-অন্বেষা জুটি।
এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গেছে এই দুজনকে। এবার নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন তাঁরা। ঋত্বিককে এবার দেখা যাবে এক চিকিৎসকের ভূমিকায়। নামকরা হার্ট স্পেশালিস্ট হলেও ডঃ আদিদেব লাহিড়ি বাড়িতে নিজের ঠাম্মিকে কিছুতেই ইঞ্জেকশন দিয়ে উঠতে পারে না। অথচ ইঞ্জেকশন না দিলে তিনি সুস্থ হবেন না। ঠাম্মির একটাই দাবি, নাতবউ এনে না দিলে তিনি কোনও চিকিৎসা করাবেন না। কোনও নার্স রাখতেও তিনি নারাজ। নার্সিং সেন্টার থেকে কেউ এ বাড়িতে আসতেও চায় না। শেষে আনন্দী নামে একজন নার্স রাজি হয় আসতে। সে এসে খেলার ছলে ইঞ্জেকশন দেয় ঠাম্মিকে। পরবর্তীতে আদিদেবের সঙ্গে নানা ব্যাপারে মতের অমিল হতে থাকে আনন্দীর।
আরও পড়ুন: ভিসা জটিলতা, নেই তাসনিয়া ফারিন
‘আনন্দী’ শুরু হতে চলেছে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের স্লটে। চারমাস পূর্ণ হওয়ার আগেই শেষ হচ্ছে ধারাবাহিকটি। সেই নিয়ে বহু দর্শক ক্ষুব্ধ হলেও পুরোনো জনপ্রিয় জুটির ফিরে আসায় খুশিও অনেকেই।
২৩ সেপ্টেম্বর থেকে জ়ি বাংলায় ‘আনন্দী’ সম্প্রচার শুরু হবে।