‘আপনজন’ সামলে কি ভালোবাসায় জড়ানো উচিত?

RBN Web Desk: শুধু নারী-পুরুষের ভালোবাসা নয়। বাংলা ছবিতে ক্রমশ উঠে আসছে পরিণত ভালোবাসার গল্প। অল্পবয়সী কলেজ পড়ুয়া প্রেমের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে বিবাহ বিচ্ছিন্ন দম্পতি বা একলা বাবা-মায়ের কাহিনী। গত দশ বছরে ক্রমশ বদলে যাওয়া সামাজিক প্রেক্ষাপটে দর্শক সেইসব ছবির বক্তব্যকে সমর্থনও করছেন। তেমনই এক গল্প নিয়ে অংশুমান প্রত্যুষের পরিচালনায় আসছে ‘আপনজন’। ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে জিতু কমল, ঋতাভরী চক্রবর্তী ও পায়েল সরকারকে। এছাড়া রয়েছে দুই শিশুশিল্পী বিলাস ও উদিতা। 

‘আপনজন’ সিঙ্গল পেরেন্টিংয়ের গল্প। ছবিতে রূপার ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। অন্যদিকে পার্থিবের চরিত্রে থাকবেন জিতু। রূপা এবং পার্থিব দুজনেই একা হাতে সন্তানের দায়িত্ব তুলে নিয়েছেন অন্য সঙ্গী ছাড়াই। ঘটনাচক্রে তাদের দেখা হয়ে যায় জীবনের কোনও এক বাঁকে। কিন্তু একজনের পিতৃত্ব এবং অন্যজনের মাতৃত্ব কি তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে?

আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পায়েল। তাঁকে দেখা যাবে একটি বিশেষ লুকে।

ছবি প্রসঙ্গে অংশুমান জানালেন, “অনেকদিন থেকেই ঋতাভরী ও জিতুর সঙ্গে ছবির ব্যাপারে কথা হচ্ছিল। কয়েকটা চিত্রনাট্য নিয়ে আলোচনার পর অবশেষে এই গল্পটা দুজনেরই পছন্দ হয়। একেবারে ভিন্ন স্বাদের গল্প ‘আপনজন’। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

ছবির শুটিং হবে লন্ডন ও কলকাতায়। এই মাসেই শুরু হতে চলেছে শুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *