কী ঘটেছিল সেই রাতে? জানা যাবে বিশেষ পর্বে
RBN Web Desk: ত্রিকোণ প্রেমের গল্প দিয়ে শুরু হলেও নানা ঘাত-প্রতিঘাতের পর ধ্রুবর জীবনে আসে তারা। কিন্তু নায়ক-নায়িকার মাঝে খলনায়িকা অনুজার অনুপ্রবেশ চলতে থাকে। লাহিড়ী পরিবারের সম্পত্তি আত্মসাৎ করতে উঠেপড়ে লাগে সকলে। অনুজার সঙ্গে পাল্লা দিয়ে নানাভাবে ধ্রুবর জীবন থেকে তারাকে সরানোর চেষ্টা করতে থাকে সিড, চাঁদনী, রোশনরা।
এদিকে অনুজারই ঠিক করে দেওয়া বাংলোতে মধুচন্দ্রিমা যাপন করতে যায় ধ্রুব ও তারা। সেখানে গিয়ে তারা একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনাস্থল থেকে যে মৃতদেহটি পাওয়া যায়, দেখা যায় তার পরনে তারার শাড়ি। তাই লাহিড়ীবাড়ির সকলের মনে এই ধারণা আরও ঘনীভূত হতে থাকে যে তারা আর বেঁচে নেই।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
কিন্তু সকলকে চমকে দিয়ে তারা লাহিড়ীবাড়িতে ফিরে আসে তার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। সেদিন রাতের অন্ধকারে তারার সঙ্গে ঠিক কী ঘটেছিল? তারা কি কোনওদিন জানতে পারবে তার এই পরিণতির জন্য আসলে ধ্রুব নয়, অনুজা দায়ী?
টানাপোড়েনের এই কাহিনী নিয়েই ২ এবং ৩ জানুয়ারি সম্প্রচারিত হবে ‘ধ্রুবতারা’র একঘণ্টার বিশেষ পর্ব।