‘সারেগামাপা’ বিতর্কে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন রূপঙ্কর
RBN Web Desk: ‘সারেগামাপা’ অনুষ্ঠানে সেরার শিরোপা পেয়েছেন অর্কদীপ মিশ্র। আর তারপরেই বিতর্কের ঝড় বয় যাচ্ছে শ্রোতামহলে। ১৮ এপ্রিল প্রতিযোগীতার ফলাফল ঘোষণার পর থেকেই নেটমাধ্যম তোলপাড়। শ্রোতাদের একাংশের মতে, চূড়ান্ত পর্বের অন্য প্রতিযোগিরা অর্কদীপের থেকে অনেক বেশি যোগ্য ছিল। শ্রীকান্ত আচার্য, ইমন চক্রবর্তী, জয় সরকারদের বিরুদ্ধে ধেয়ে এসেছে চোখা বাক্যবাণ।
তবে ‘সারেগামাপা’ ঘিরে প্রবল বিতর্কের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগাচী। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অতিথি বিচারক ছিলেন তিনি। সংবাদমাধ্যমকে রূপঙ্কর জানিয়েছেন, এখনও যে বাংলা গানের প্রতি বাঙালির আলাদা দরদ রয়েছে, এই বিতর্কই থেকেই সেটা বোঝা যায়।
আরও পড়ুন: অভিনয়ে ফিরে নিজের ছেলের গ্র্যানির চরিত্রে জয়া
তবে জয় ও অন্যান্য বিচারকদেক প্রতি ব্যক্তিগত আক্রমণের প্রবল বিরোধীতা করেছেন রূপঙ্কর। সমালোচনা হতেই পারে। কিন্তু তাই বলে অর্কদীপের মা-বাবা তুলে অশ্লীল কথা বলা বিকৃত মানসিকতার পরিচয় বলেই মনে করছেন তিনি।