শেষ হতে চলেছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’
RBN Web Desk: শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। প্রযোজনা সংস্থা ও চ্যানেল সূত্রের খবর, এই ধারাবাহিকের শেষ পর্বটি সম্প্রচার হবে ২৭ জুলাই। এখনও অবধি এই ধারাবাহিকটির সাতশোরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে।
‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র নাম ভূমিকায় প্রথমে অভিনয় করছিলেন শুভ রায়চৌধুরী। প্রায় দু’বছর এই চরিত্রে অভিনয় করার পর তিনি সম্প্রতি ধারাবাহিকটি ছেড়ে দেন। তাঁর জায়গায় আসেন আর্য চন্দ্র। একই ভাবে অলকানন্দা গুহর পরিবর্তে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করতে আসেন শ্রীমা ভট্টাচার্য।
সান্ধ্য আড্ডায় উঠে এল ‘শেষের কবিতা’র না বলা অংশের গল্প
কেন বন্ধ হচ্ছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’?
সূত্রের দাবী, নতুন কয়েকটি ধারাবাহিক আনতে চলেছে বেসরকারী বিনোদনমূলক চ্যানেলটি। সেগুলিকেই জায়গা করে দিতে বন্ধ করে দেওয়া হবে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিক। তাছাড়া পারিশ্রমিক বকেয়া রাখারও অভিযোগ উঠেছে এই ধারাবাহিকের পূর্বতন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ‘নিশির ডাক’ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু টিআরপি তালিকায় বেশ ভালো স্থানেই আছে ‘নিশির ডাক’। তাই এই ধারাবাহিকটির পরিবর্তে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’কে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবী।