একাধিক ফেলুদাতে কোনও সমস্যা নেই: সন্দীপ রায়

RBN Web Desk: ফেলুদার চরিত্রে একাধিক অভিনেতা অভিনয় করলে দর্শকদের বুঝতে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করেন পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায় রচিত ফেলুদা সিরিজ়ের গল্প ‘হত্যাপুরী’ অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করছেন তাঁর পুত্র সন্দীপ। এই ছবিতে ফেলুদার চরিত্রে প্রথমবার দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন আয়ুষ দাস ও অভিজিৎ গুহ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ভরত কল, সাহেব চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়।

এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ় ‘দার্জিলিং জমজমাট’। এই সিরিজ়ে ফেলুদা, তোপসে ও জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী। এর আগে সৃজিতের পরিচালনায় এই তিন অভিনেতাকে নিয়ে মুক্তি পেয়েছে ‘ছিন্নমস্তার অভিশাপ’।

একই সময়ে ফেলুদা চরিত্রে একাধিক অভিনেতা অভিনয় করলে কী দর্শকদের মনে কোনও বিভ্রান্তির সৃষ্টি হবে না? উত্তরে সন্দীপ বললেন, “এর আগে বহু মাধ্যমে শার্লক হোমস বা  এরকুল পোয়ারোর চরিত্রে একাধিক অভিনেতা কাজ করেছেন। সেক্ষেত্রে দর্শকের বুঝতে কোনও অসুবিধা হয়নি। যেমন ‘মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ ছবিতে কেনেথ ব্রানা পোয়ারো হয়েছিলেন। টেলিভিশনে পোয়ারো সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেছিলেন ডেভিড সুচেট। তাই আমার মনে হয় না দুজন ভিন্ন অভিনেতা আলাদা প্ল্যাটফর্মে ফেলুদার চরিত্রে অভিনয় করলে কোনও সমস্যা হবে।”

আরও পড়ুন: রিভলভার হাতে দেবাশিস, সঙ্গী স্বস্তিকা

এর আগে ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। টেলিভিশনে সব্যসাচী ছাড়াও ফেলুদার ভূমিকায় দেখা গেছে শশী কাপুরকে। একটি ওয়েব সিরিজ়ে এই চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ও অভিনয় করেছেন। তবে একই সময়ে দুটি ভিন্ন মাধ্যমে দুজন আলাদা ফেলুদা এই প্রথম।

“ইন্দ্রনীল যদি কিরীটি এবং ফেলুদা এই দুই গোয়েন্দার ভূমিকায় একই সময়ে অভিনয় করতো, তাহলে দর্শকদের কাছে কোনও চরিত্রই সেভাবে গ্রহণযোগ্য হতো না,” বললেন সন্দীপ।

আরও পড়ুন: সেরা পরিচালকদের সঙ্গে কাজ করুক কিয়ারা, চান বরুণ

এর আগে নীহাররঞ্জন গুপ্ত রচিত কিরীটি সিরিজ় অবলম্বনে দুটি ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রনীল। দুটি ছবিই পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত।

২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘হত্যাপুরী’। 

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *