রিভলভার হাতে দেবাশিস, সঙ্গী স্বস্তিকা
RBN Web Desk: রিভলভার হাতে তুলে নিলেন দেবাশিস মণ্ডল। তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। অভিজিৎ চৌধুরী পরিচালিত ‘জনি বনি’ ওয়েব সিরিজ়ে জনার্দন দাস নামের এক তরুণ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ‘মন্দার’ খ্যাত দেবাশিসকে। জনার্দনের স্ত্রী আঁখির চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত।
এর আগে ‘আস্তে লেডিস’, ‘মানভঞ্জন’, ‘একেনবাবু ও ঢাকা রহস্য’-এর মতো সিরিজ় পরিচালনা করেছেন অভিজিৎ। ‘জনি বনি’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে ও তুষিতা বন্দ্যোপাধ্যায়।
‘জনি বনি’র কাহিনী কী নিয়ে?
জনার্দন ওরফে জনির একমাত্র ইচ্ছে কোনও বড় তদন্তের সঙ্গে যুক্ত হওয়া। কিন্তু কপাল ফেরে জনি স্থানীয় রাজনীতিবীদ প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার দায়িত্ব পায়। প্রমোদের বাড়িতে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ, জনিকে সবরকম কাজই করতে হয়। এ সব কাজ পুলিশের করার কথা নয়। জনি তাই সারাদিন মনমরা হয়ে থাকলেও সম্মানক্ষুণ্ণ হওয়ার ভয়ে আঁখির কাছে সত্য গোপন করে যায়।
অঙ্কিত মজুমদার
এমতাবস্থায় গল্পে প্রবেশ ঘটে আঁখির দিদির ছেলে বনির (অঙ্কিত)। নেশায় দাবাড়ু বনি এক দাবা খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে বাড়ি থেকে পালিয়ে আসে। অনেকটা টম অ্যান্ড জেরির মতো গড়ে ওঠে জনি-বনির সম্পর্ক। বনির কাছে ধরা পড়ার ভয় পায় জনি। এরই মাঝে এক রহস্যের মুখোমুখি হয় তারা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
“জনির ভাবনাচিন্তা, আদর্শ, ব্যাক্তিগত জীবনের টানাপোড়েনের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পেয়েছি ফলে চরিত্রটির সঙ্গে একাত্মতা তৈরি হয়েছে,” জানালেন দেবাশিস।
পরিচালনার পাশাপাশি সিরিজ়ের চিত্রনাট্যও লিখেছেন অভিজিৎ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আকিব হায়াত।
জুলাইয়ের শেষের দিকে ‘ক্লিক’-এ দেখা যাবে ‘জনি বনি’।