ফের টেলিভিশনে যশ?
RBN Web Desk: ব্যক্তিগত জীবন নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমের হেডলাইন তাঁর দখলে। এই মুহুর্তে অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এল আরেক খবর। বহু বছর পর টেলিভিশনে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও যশ নিজে এই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
২০০৯ সালে হিন্দি ধারাবাহিক ‘কোই আনে কো হ্যায়’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন যশ। ২০১৩ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পান তিনি। এই ধারাবাহিকটি যশ ও মধুমিতা সরকার অভিনীত অরণ্য-পাখি জুটির কারণে টানা তিনবছর সফলতার সঙ্গে সম্প্রচারিত হয়। ২০১৬-তে বিরসা দাশগুপ্তর ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন যশ। এরপর ছবির জগতে সফলতা অর্জন করলেও টেলিভিশনের পর্দায় তাঁকে আর দেখা যায়নি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
সম্প্রতি শোনা যাচ্ছে যশকে আবারও টেলিভিশনে দেখা যেতে পারে। করোনাকালীন লকডাউনে হাতে ছবির কাজ কম থাকায় বহু শিল্পীই টেলিভিশনে নাম লিখিয়েছেন। কেউ-কেউ আবার ননফিকশন শোয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। দেব, অঙ্কুশ হাজরা, যীশু সেনগুপ্তর মতো অভিনেতারা বহু ননফিকশন শো সঞ্চালনা করছেন বা বিচারক হিসেবে উপস্থিত থাকছেন। সেই পথেই কী এবার এগোতে চলেছেন যশ?