জন্মদিন উদযাপনে সলিলের পুত্র-কন্যাদ্বয়
RBN Web Desk: আগামীকাল সলিল চৌধুরীর ৯৫তম জন্মদিন। সেই উপলক্ষে সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজ়িক, সোশাল হেল্প এন্ড এডুকেশন ট্রাস্ট, এবং তাঁর পরিবারের সদস্যরা দিনটি উদযাপন করবেন এই কিংবদন্তি শিল্পীর কথায় ও গানে।
এবছর করোনা মহামারীর কারণে অনুষ্ঠান হবে ভার্চুয়াল। কন্যা অন্তরা চৌধুরীর নিজস্ব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। কথায়, গানে, যন্ত্রসঙ্গীতে এবং সলিলের স্মতিচারণায় থাকবেন অন্তরা, সঞ্জয় চৌধুরী, সঞ্চারী চৌধুরী ও ববি চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন সঞ্চারী।
আরও পড়ুন: হল কম পাওয়ায় অনেকে ছবিটা দেখতে পেলেন না: উজ্জ্বল
অন্তরা জানালেন,” এই বছরটা বাড়িতে থেকেই নিজেদের মতো করে দিনটা পালন করব। পরিবারের প্রায় সকলেই কিছু না কিছু করে শ্রদ্ধা জানাব। কিছু বিশেষ চমকও দর্শক বন্ধুদের জন্য অপেক্ষা করছে। আশা করি সবার ভালো লাগবে।”
আগামীকাল ভারতীয় সময় সকাল ৬টা থেকে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।