‘রেডিওর গান গপ্পো’তে সৌমিত্র, শুভাশিস

কলকাতা: রেডিওর সঙ্গে আপামর বাঙালির নস্টালজিক যোগাযোগ চিরকালীন। ১৯২৭ সালের ২৬ আগস্ট দীনেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ও আঙুরবালা দেবীর গলায় নজরুলগীতি দিয়ে শুরু হয়েছিল আকাশবাণী কলকাতা কেন্দ্রের যাত্রা। ইতিহাসের শরিক হয়ে থাকা কলকাতার আকাশবাণী ভবনের প্রতিটি থামের আড়ালে আজও লুকিয়ে রয়েছে কত গল্প।

সেই সব রোমাঞ্চকর গল্পকথাই শোনা যাবে সূর্যাবর্ত ও পিকাসো আর্টস অ্যান্ড কালচার পরিবেশিত ‘রেডিওর গান গপ্পো’ অনুষ্ঠানে। আকাশবাণীর নামকরণের নেপথ্য কাহিনী, স্বকীয় টিউন তৈরির ইতিহাস এবং আরও নানান কথা উঠে আসবে এই অনুষ্ঠানে। থাকবে সেই সময়ের সাংস্কৃতিক জগতে বিনোদনের নব্যধারা, রেডিও শ্রুতিনাটকের উপাখ্যানও।

সমগ্র অনুষ্ঠানটির রূপায়ণের দায়িত্বে থাকা বন্দনা মুখোপাধ্যায় রেডিওবাংলানেট-কে জানালেন, “‘রেডিওর গান গপ্পো’তে বেতার নাটকের অংশবিশেষ পড়ে শোনাবেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়। এঁরা দুজনেই বহু বছর ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত। আমার কাছে বর্তমানে সৌমিত্রবাবুই একমাত্র ব্যক্তি যিনি তৎকালীন রেডিওতে সরাসরি কাজ করেছেন।” 

আরও পড়ুন: সংক্রামক নয় ভিটিলিগো, বোঝাবে সমুদ্র দাশগুপ্তর ছবি

রেডিওতে তাঁর কর্মজীবন শুরু করলেও, পরের দিকে আর সেভাবে আকাশবাণীতে যেতে পারতেন না সৌমিত্র। সেই নিয়ে তাঁর আক্ষেপও রয়েছে ঢের। শারীরিক কারণে সৌমিত্রকে আজকাল খুব বেশি অনুষ্ঠানে দেখা যায় না। “তবে এই অনুষ্ঠানের পরিকল্পনা শুনে তিনি খুশি মনে রাজি হয়ে যান,” জানালেন বন্দনা। “ওইদিন তাঁর রেডিওতে করা বিভিন্ন বেতার নাটকের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র কিছু অংশ পাঠ করে শোনাবেন তিনি। এছাড়াও পাঠে থাকবেন বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।”

উল্লেখ্য, সম্প্রতি সৌমিক সেন পরিচালিত ‘মহালয়া’ ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস।

তবে শুধুমাত্র বিনোদনই নয়, প্রতিভাময়ী মহিলাদের যোগ্যতাও সমাজের সামনে তুলে ধরেছিল রেডিও। “পর্দানশীন মেয়েরাও যে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তার একটি দরজা খুলে দিয়েছিল আকাশবাণী। রেডিও না থাকলে মেয়েদের এভাবে সবার সামনে আসাটা এত সহজে হয়ে উঠত না,” দাবী বন্দনার ।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

‘রেডিওর গান গপ্পো’তে শ্রুতিনাটকের পাশাপাশি শোনা যাবে বীরেন্দ্রকৃষ্ণ, পঙ্কজ কুমার মল্লিক, বাণীকুমার, নলিনীকান্ত সরকার, বেলা দে, উপেন তরফদারের মত বেতার জগতের সঙ্গে জড়িত বিশিষ্টজনদের কথাও। জানা যাবে ‘মহিষাসুরমর্দিনী’ ও ‘সঙ্গীত শিক্ষার আসর’-এর গোড়াপত্তনের কথা। থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অন্যতম সহায়ক হয়ে ওঠার কথাও। অনুষ্ঠানে গল্পকথকের দলে থাকছেন প্রণতি ঠাকুর ও সুব্রত সরকার। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন উপালী চট্টোপাধ্যায়, অরিজিৎ চক্রবর্তী, জয়তী ঘোষ, জীমূত রায় ও ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত শিল্পী অরুণা দাস।

অনুষ্ঠানের প্রাপ্ত অর্থ পুরুলিয়ার বলরামপুর গান্ধী মেমোরিয়াল লেপ্রসী হাসপাতালের সাহায্যার্থে দান করা হবে।

২৩ আগস্ট রবীন্দ্র সদনে শোনা যাবে ‘রেডিওর গান গপ্পো’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Gargi

Travel freak, nature addict, music lover, and a dancer by passion. Crazy about wildlife when not hunting stories. Elocution and acting are my second calling. Hungry or not, always an over-zealous foodie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *