তোপসে করতে না পারলে মন খারাপ তো হবেই: সাহেব ভট্টাচার্য
RBN Web Desk: তোপসের চরিত্রে অভিনয় করতে না পারলে একটু মন খারাপ হবেই, এমনটাই বললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য । সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজ়ের তিনটি ছবিতে—গোরস্থানে সাবধান, রয়েল বেঙ্গল রহস্য ও ডবল ফেলুদা—তোপসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে সাহেব জানালেন, কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতে ফেলুদা, জটায়ু ও তোপসে, তিনটি মুখ্য চরিত্রেই তিনজন নতুন অভিনেতা নেওয়া হবে। সেরকম হলে তিনি সন্দীপবাবুকে গিয়ে তাঁর চাকরিটা খেয়ে নিয়েছেন বলে অনুযোগ করবেন, হেসে বললেন সাহেব।
‘স্যাটা বোস এখন আর শুধুমাত্র বাঙালির সম্পত্তি নয়, আমার তো নয়ই’
তোপসের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, দাবী করলেন এই অভিনেতা। এছাড়া টালিগঞ্জে কাজ পাওয়ার দিক থেকেও অনেক সুবিধা হয়েছে তাঁর, বললেন সাহেব।
ফেলুদার পরবর্তী ছবি ছিন্নমস্তার অভিশাপ বড় পর্দায় আসার কথা ২০২০ সালের ডিসেম্বরে।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
সূত্রের খবর, ডবল ফেলুদা ছবির আগে ফেলুদার ভূমিকায় অভিনয় করার জন্য এক পরিচিত অভিনেতার অডিশন ও লুক টেস্ট নিয়ে পরে তাঁকে বাতিল করেন সন্দীপ। সম্প্রতি সেই অভিনেতারই ফের লুক টেস্ট নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থা থেকেও চাপ বাড়ানো হচ্ছে এই অভিনেতাকে ফেলুদার চরিত্রে নেওয়ার জন্য, সূত্রের দাবী।