এবার বড় পর্দায় আরেক জনপ্রিয় টেলিতারকা
RBN Web Desk: পায়েল দেবের পর, আরেক জনপ্রিয় টেলিতারকা এবার অভিনয় করতে চলেছেন বড় পর্দায়। পটলকুমার গানওয়ালা, সন্ন্যাসী রাজা, বেদিনী মলুয়ার কথা, ও বধূবরণের মত মেগাহিট ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন অদ্রিজা রায়। সেই অদ্রিজাকেই এবার দেখা যাবে বড় পর্দায়।
সূত্রের খবর, পরিচালক রাজ চক্রবর্তী তাঁকে একটি ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছেন। এবং অদ্রিজাও খুব সম্ভবত সেই প্রস্তাবে রাজি হয়ে গেছেন, যদিও সংবাদমাধ্যমের কাছে এখনও মুখ খোলেননি তিনি। তবে এখনই যে কিছু বলা যাবে না এই ছবির ব্যপারে সেটা জানিয়ছেন অদ্রিজা। কথাবার্তা সবই প্রাথমিক স্তরে রয়েছে, সূত্রের দাবী।
‘স্যাটা বোস এখন আর শুধুমাত্র বাঙালির সম্পত্তি নয়, আমার তো নয়ই’
এই মুহূর্তে উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। ফেব্রুয়ারী মাসে তাঁর সুন্দরবন যাওয়ার কথা। কলকাতা ফিরে তিনি এই ব্যাপারে জানাবেন, এমনটাই শোনা যাচ্ছে।