সত্যজিৎ কেন ডাকলেন না, জানি না: সাবিত্রী চট্টোপাধ্যায়
RBN Web Desk: বেশ কয়েকবার কথা হলেও, কোনওদিনই তাঁর ছবিতে অভিনয় করার জন্য ডাকেননি সত্যজিৎ রায়, এমনটাই বললেন সাবিত্রী চট্টোপাধ্যায় । দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে প্রায় সব প্রথম সারির পরিচালকের ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক বেসরকারী টেলিভিশন চ্যানেলের সাথে সাক্ষাৎকারে সাবিত্রী বলেন, একাধিকবার তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সত্যজিৎ। সাবিত্রী তাঁকে জিজ্ঞেসও করেন, প্রশংসা করলেও, তাঁকে কেন ছবিতে নিলেন না পথের পাঁচালী পরিচালক। এর কোনও সদুত্তর দেননি সত্যজিৎ, দাবী সাবিত্রীর।
নায়ক শহর কলকাতা
তবে সত্যজিতের ছবিতে অভিনয় করতে না পারায় বিষয়টি অদৃষ্ট বলেই মনে করেন তিনি।
মৃণাল সেনের প্রতি ক্ষোভও লুকোননি সাবিত্রী। শুরুর দিকে কয়কটি ছবিতে কাজ করার পর মৃণালও আর তাঁকে ডাকেননি। তাঁর তিনটি ছবিতে—রাতভোর (১৯৫৬), অবশেষে (১৯৬২) ও প্রতিনিধি (১৯৬৪)—কাজ করেছিলেন সাবিত্রী।
এছাড়া ঋত্বিক ঘটকের ছবিতেও তাঁর ডাক পড়েনি কোনও অজ্ঞাত কারণে, দাবী সাবিত্রীর।