অন্য রূপে ধরা দিলেন রূপসা চক্রবর্তী
RBN Web Desk: বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী এবার ধরা দিলেন এক অন্য রূপে। সাধারণত টেলিভিশনের দর্শক তাঁকে যে ভাবে দেখে অভস্ত, এবারের রূপসা তার থেকে একেবারেই আলাদা।
পরিচালক মন্দার বন্দোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি অগোছালো-এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপসা। অন্য দুটি চরিত্রে আছেন বাদশা মৈত্র ও শ্রাবস্তী দালাল। এই ছবিতেই ধরা পড়েছে রূপসার নতুন লুক।
নায়ক শহর কলকাতা
রূপসার অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে কাছে আয় সই, বেনে বউ, ও দীপ জ্বেলে যাই অন্যতম। এছাড়াও তাঁকে দেখা গেছে খোকাবাবু ও আদরিণী ধারাবাহিক দুটিতে। বেনে বউ ধারাবাহিকে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয় দর্শক মহলে। দীপ জ্বেলে যাই ও খোকাবাবু ধারাবাহিকে নায়িকা না হয়েও দর্শকের মন জয় করে নেন তিনি।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অগোছালো।