উত্তমকুমারের কাছে আগাম পারিশ্রমিক চেয়ে বসলেন বাবা: সাবিত্রী
RBN Web Desk: বাংলা ছবির অন্যতম সফল নায়িকা তিনি। উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন ‘ভ্রান্তিবিলাস’, ‘গলি থেকে রাজপথ’, ‘মৌচাক’, ‘ধন্যি মেয়ে’র মতো সুপারহিট ছবিতে। সেই উত্তমকুমারের কাছেই আগাম পারিশ্রমিক চেয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা।
উত্তমকুমারের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে সাবিত্রী জানালেন, তখন তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল উত্তর সারথীতে কাজ করতেন। ভানু ও উত্তম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একদিন উত্তর সারথীর রিহার্সল দেখতে এসেছিলেন উত্তমকুমার। রিহার্সল দেখে চলে যাওয়ার পর ভানু সাবিত্রীকে জানান যে উত্তম চান তিনি তাঁর কৃষ্টি ও সৃষ্টি দলে কাজ করুন। সাবিত্রী বলেন, এর জন্য তাঁকে তাঁর বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে।
সেই অনুমতি পেতে সাবিত্রীকে না জানিয়েই তাঁর বাড়িতে গিয়েছিলেন উত্তম। ছোট্ট ঘরে কোনও বসার জায়গা ছিল না, বিছানার বালিশগুলোও ছেঁড়া। দারিদ্র্যের চিহ্ন সর্বত্র। সাবিত্রীর বাবা উত্তমকুমারের দলে অভিনয় করার অনুমতি দিয়েছিলেন। শর্ত ছিল, রিহার্সলে আসাযাওয়ার সময় কেউ যেন তাঁর সঙ্গে থাকে। রাজি হয়েছিলেন উত্তম। তিনি বেরোতে যাবেন ঠিক তখনই সাবিত্রীর তাঁর দলে কাজ বাবদ আগাম পারিশ্রমিক দাবি করে বসলেন অভিনেত্রীর বাবা। তবে সাবিত্রী আরও অবাক হলেন যখন উত্তম ঘুরে দাঁড়িয়ে ৫০ টাকার একটি নোট বার করে তাঁর বাবার হাতে দিলেন।
আরও পড়ুন: আবারও আসছে ‘নেতাজি’
উত্তম চলে যাওয়ার পর সাবিত্রী তাঁর বাবাকে এই অর্থ নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে তাঁর বাবা জানান, সারাজীবন তিনি একা হাতে মেয়েদের মানুষ করেছেন। এই অর্থটুকু না নেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। সেই সময় অর্থাভাবে তাঁদের ঠিক মতো খাবারও জুটত না, স্মৃতি হাতড়ে বললেন ‘নিশিপদ্ম’র পুষ্প।