ছবির চরিত্র নির্বাচন নিয়ে আমার কখনও সংশয় থাকে না: শিলাদিত্য

RBN Web Desk: তাঁর ছবির চরিত্র নির্বাচন নিয়ে তিনি বরাবরই একটু অন্যরকম ভাবেন বলে মনে করেন পরিচালক শিলাদিত্য মৌলিক। আর সেই চরিত্র নির্বাচন নিয়ে অনেকে সংশয়ও প্রকাশ করেন। “আমি ছবি করার আগে অনেকেই বলে অমুক শিল্পী ওই চরিত্রে মানাবে না। কিন্তু ছবিটা দেখার পর তারাই এসে বলেন দুর্দান্ত হয়েছে। আসলে একটা ছবির সাফল্য অর্জনের দায়িত্ব শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীর নয়। গল্পটা কতটা ভালোভাবে বলা হচ্ছে, তার ওপরেও ছবির জনপ্রিয়তা নির্ভর করে,” বললেন শিলাদিত্য।

‘সোয়েটার’ ও ‘হৃৎপিণ্ড’র পর আজ তাঁর পরবর্তী ছবি ‘ছেলেধরা’ ঘোষণা করলেন শিলাদিত্য। ‘ছেলেধরা’র অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় ও ঈশান মজুমদার।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

সাধারণত সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে শিলাদিত্যর ছবিতে। সেখানে ‘ছেলেধরা’ নামটার সঙ্গে কি ক্রাইম থ্রিলারের কোনও যোগাযোগ আছে? “সম্পর্ক ছাড়া মানুষ কোনওদিন বাঁচতে পারে না,” রেডিওবাংলানেট-কে বললেন শিলাদিত্য। “তবে ‘ছেলেধরা’য় সম্পর্কের এক অন্য সমীকরণ থাকছে। তার সঙ্গে থ্রিলারের উপকরণ তো থাকছেই। বর্তমানে এই অতিআধুনিক সমাজে স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ি বা অন্যান্য কারণে অশান্তি, এ সবকিছুর খারাপ প্রভাব পড়ে সন্তানের ওপর। তাদের ছেলেবেলাগুলো নষ্ট হয়ে যায়। আমরা সময় থাকতে সময়ের মূল্য দিই না। যখন সেটা চলে যায়, তখন তার গুরুত্ব বুঝি।”

এক অ্যালকোহলিক মা ও তার সন্তানের গল্প ‘ছেলেধরা’। একদিন সেই সন্তান অপহৃত হয়ে যাওয়ার পর তার মা বুঝতে পারে একজন অভিভাবক হিসেবে সে কতটা দায়িত্বজ্ঞানহীন। এর পাশাপাশি শিশুবদলের গল্পও থাকছে ছবিতে।




এই প্রথমবার জয়ার সঙ্গে কাজ করতে চলেছেন শিলাদিত্য। জয়াকেই কেন বাছলেন? “জয়াদির একই অঙ্গে অনেক রূপ। গ্রাম্য-শহুরে আদবকায়দার মিশেল, গলার স্বর, সব মিলিয়ে ওঁকে ছাড়া মায়ের চরিত্রটার জন্য আর কাউকে ভাবতে পারিনি। এছাড়া অনেকদিন ধরেই ওর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। ছবিটা দেখলে বোঝা যাবে জয়াদিকে কেন নিয়েছি,” বললেন শিলাদিত্য।

‘সোয়েটার’-এর পর আবারও শিলাদিত্যর ছবিতে কাজ করেছেন অনুরাধা। এই প্রথমবার কোনও মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। “একটি শিশুর সঙ্গে বন্ডিং গড়ে তুলে সেটাকে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা খুবই চ্যালেঞ্জিং। আমার অভিনীত চরিত্রটির অনেকগুলো শেড থাকছে ছবিতে,” জানালেন অনুরাধা।

আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন

ইতিমধ্যে অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক অভিনীত ‘হৃৎপিণ্ড’ মুক্তির দোরগোড়ায়। প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষা করছেন পরিচালক। তবে ‘ছেলেধরা’র শুটিং এখনই শুরু হচ্ছে না। “জয়াদি এখন বাংলাদেশে। তাছাড়া ‘রোড সিনেমা’ বলতে যা বোঝায়, অর্থাৎ অপহরণকারীর পিছনে ধাওয়া করা, ‘ছেলেধরা’ অনেকটা সেরকম। শুটিং হবে পুরুলিয়া, জঙ্গলমহল অঞ্চলে। এদিকে একটু গুছিয়ে নিয়ে তারপর কাজ শুরু করব,” জানালেন শিলাদিত্য।

সম্ভবত পুজোর পর শুরু হবে ‘ছেলেধরা’র শুটিং।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *