আবারও আসছে ‘নেতাজি’

RBN Web Desk: টেলিভিশনের পর্দায় আবারও আসছে ‘নেতাজি’। ২০১৯ সালে শুরু হয় সুভাষচন্দ্র বসুর জীবন অবলম্বনে নির্মিত এই ধারাবাহিক। নিজগুণে খুব তাড়াতাড়ি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় ধারাবাহিকটি। নেতাজির বাল্যচরিত্রে সাবলীল অভিনয়ের দ্বারা দর্শকদের মন জিতে নিয়েছিলেন শিশুশিল্পী অঙ্কিত মজুমদার।

নেতাজির রহস্যময় জীবন ঘিরে বাঙালি তথা সমগ্র বিশ্বের মানুষের কৌতূহলের অন্ত নেই। তাঁকে বিষয় করে মুক্তি পেয়েছে অজস্র ছবি। তৈরি হয়েছে ওয়েব সিরিজ়ও। এক্ষেত্রে নামভূমিকায় থাকা অভিনেতার কাছে নেতাজির চরিত্রে অভিনয় এক চ্যালেঞ্জের সমান। সেদিক থেকে ‘নেতাজি’ ধারাবাহিকে সুভাষচন্দ্রের পরিণত বয়সের চরিত্রে অভিষেক বসুর অভিনয় দর্শক মহলে প্রশংসা পায়। এর আগে ওই একই বেসরকারী বাংলা বিনোদনমূলক চ্যানেলে ‘সীমা রেখা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলে অভিষেক। কিন্তু নেতাজির চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে আমূল বদলে ফেলেছিলেন তিনি। কথাবার্তা, হাঁটাচলা এমনকি নিজের চুল পর্যন্ত কেটে ফেলেছিলেন নেতাজির মতো। জনসমক্ষে বেশ কয়েকবার তাকে নেতাজির বেশেই দেখা গেছে।

আরও পড়ুন: সিল করা হলো লতা মঙ্গেশকরের আবাসন

শুধুমাত্র অভিষেক নয়, এই ধারাবাহিকে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। গান্ধীজির চরিত্রের ম্যানারিজ়মকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন দেবপ্রিয়। এছাড়া এই ধারবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, চন্দন সেন, ধ্রুবজ্যোতি সরকার, শ্রীপর্ণা রায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, দিয়া মুখোপাধ্যায়, রব দে, অশ্মী ঘোষ ও নীল চট্টোপাধ্যায়।

কিছুদিন আগেই শেষ হয় ‘নেতাজি’র সম্প্রচার। তবে বাংলার পর এবার হিন্দিতে আসতে চলেছে এই ধারাবাহিক। চ্যানেল সূত্রের খবর, বাংলা ধারাবাহিকটিরই ডাব্‌ড ভার্শন সম্প্রচার করা হবে। সাম্প্রতিককালে একাধিক বাংলা ধারাবাহিকের হিন্দি ডাব্‌ড ভার্শন সম্প্রচারিত হয়েছে। সেই ধারাতেই ‘নেতাজি’ নবতম সংযোজন।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *