পিছিয়ে গেল মুক্তি
RBN Web Desk: এ মাসের ৫ তারিখে পরিচালক সুমন ঘোষের প্রথম হিন্দি ছবি ‘আধার’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। ছবির প্রচার পুরোদমে শুরু হয়ে গিয়েছিল, প্রকাশিত হয়েছিল ট্রেলারও। কিন্তু প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ছবিটি এখনই প্রেক্ষাগৃহে আসছে না। ‘আধার’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ শুক্ল, সঞ্জয় মিশ্র ও বিনীতকুমার সিং।
হঠাৎ এমন সিদ্ধান্তের পিছনে কারণ কী?
সুমন সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, প্রেক্ষাগৃহে ১০০ শতাংশ দর্শকের ছবি দেখার ছাড়পত্র দেওয়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
দীর্ঘদিন ধরে বেশ কিছু বড় বাজেটের ছবি হিন্দি ছবি আটকে রয়েছে। দর্শক সমাগম কম হওয়ার আশঙ্কাতেই সেই ছবিগুলো মুক্তির দিন প্রযোজনা সংস্থাগুলো ঠিক করতে পারছিল না। কয়েকটি ছবি মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে দর্শক সমাগম একেবারেই হয়নি। এই মুহূর্তে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘রুহি আফজ়ানা’, পঙ্কজ ত্রিপাঠী ও কৃতী শ্যাননের ‘মিমি’র মতো ছবি ক্যানবন্দী হয়ে পড়ে রয়েছে। সেই ছবিগুলোকেই আগে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
এছাড়াও অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ ২ এপ্রিল মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।