বেস্টসেলার অ্যালবামের রয়্যালটি ₹৩, ছবি দিলেন রূপম
RBN Web Desk: তাঁর বেস্টসেলিং অ্যালবাম ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’র জন্য মাত্র ₹৩ রয়্যালটি পেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ₹২ এবং ₹১ মূল্যের চেকের পৃথক দুটি ছবি পোস্ট করেন তিনি।
১৯৯৮ সালে প্রকাশিত হয় রূপমের একক অ্যালবাম ‘তোর ভরসাতে’। ২০০৩ সালে সেই অ্যালবামই ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’ নামে মুক্তি পায়। দ্বিতীয়বার মুক্তি পাওয়ার পর বেস্টসেলার হয় সেই অ্যালবাম। ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’র জন্য ২০০৬ সালের মে ও অক্টোবরে তিনি রয়্যালটি বাবদ পান যথাক্রমে ₹২ এবং ₹১ টাকা।
ডিজিটাল মিউজ়িক আসার পর সিডিতে গান প্রকাশ বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর আগেই। তবে ২০০৩ সালে সিডিই ছিলো রেকর্ড করা গান শোনার প্রধান মাধ্যম। রূপমের ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’ শিল্পীর অন্যতম জনপ্রিয় অ্যালবামগুলির মধ্যে অন্যতম। তাই জনপ্রিয়তার নিরিখে মাত্র ₹৩ রয়্যালটি বিস্ময়করই ঠেকেছে রূপমের কাছে।
আরও পড়ুন: এবার একই সঙ্গে বড় পর্দায় অপু ও শঙ্কর
তবে বিখ্যাত সেই লেবেল সংস্থা এখনও তাঁদের প্রতি বছর এই বাবদ চেক পাঠায়, জানিয়েছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত।