আমার দুর্গা এবার গ্যাংস্টার গঙ্গা
RBN Web Desk: গ্রামের সাধারণ মেয়ে গঙ্গা। কিন্তু সাধারণ হলেও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনওদিনই পিছপা হয় না সে। আর তাই তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার পাশাপাশি গুণ্ডা পেটানোতেও সিদ্ধহস্ত এই মেয়ে।
আমার দুর্গা ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করার পর, আবার এক প্রতিবাদী চরিত্রে ছোট পর্দায় ফিরতে চলেছেন সঙ্ঘমিত্রা তালুকদার। নতুন ধারাবাহিকের নাম গ্যাংস্টার গঙ্গা। অ্যাকশন-কমেডি ধর্মী এই ধারাবাহিকে সঙ্ঘমিত্রার বিপরীতে অভিনয় করবেন কৌশিক দাস। কৌশিক এর আগে রাইকিশোরী ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।
নায়ক শহর কলকাতা
সঙ্ঘমিত্রার প্রথম ধারাবাহিক টাপুর টুপুর। এরপর তাঁকে দেখা যায় হয়ত তোমারই জন্য ধারাবাহিকে। তবে আমার দুর্গায় মুখ্য চরিত্রে অভিনয় করেই তিনি সবথেকে বেশি জনপ্রিয় হন।
নতুন এক বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে ৩ ফেব্রুয়ারী থেকে দেখা যাবে গ্যাংস্টার গঙ্গা।