পালাবদলের পথে রেশম ঝাঁপি

RBN Web Desk: বদলে যেতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক রেশম ঝাঁপির গল্প। এতদিন যে গল্প দর্শক দেখে এসেছেন তা শেষ। আসছে বেশ বড়সড় ট্র্যাক চেঞ্জ। নতুন গল্প একেবারে নতুন ঢঙে।

নতুন গল্পের কেন্দ্রে থাকবে গ্রাম্য মেয়ে গৌরী। এই গৌরীর আছে এক অদ্ভূত ক্ষমতা। ভবিষ্যৎ আন্দাজ করতে পারে সে। যা বলে, তাই ফলে যায়। বাপ-মা মরা গৌরীর এই ক্ষমতা অসাধু কাজে লাগাতে চায় তার মামা-মামী। তাকে নিয়ে ব্যবসা জমিয়ে ফেলে। গৌরী রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতনেরও সম্মুখীন হতে হয়। সেই মারধরের ক্ষতচিহ্ন ঢাকতে তার সারা গায়ে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। অতি সাধারণ গৌরী শীঘ্রই হয়ে ওঠে গৌরীমা। দলে দলে লোক দেখতে আসে তাকে। প্রতিবাদ করেও লাভ হয়না। অসৎ উপায়ের ব্যবসায় ফুলে ফেঁপে উঠতে থাকে গৌরীর মামা-মামী। একদিন বাড়ি থেকে পালাতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর আহত হয় গৌরী।

যে মৃত্যু আজও রহস্য

কিন্তু গ্রামের লোক মানতে নারাজ। তারা বলে, সবই মায়া। তাদের গৌরীমা মরতে পারে না। মামার মনে হয় গৌরী বেঁচে নেই। তাই গৌরীর মায়া সুকৌশলে ঢুকিয়ে দেয় গ্রামবাসীদের মনে।

এরপর কাহিনী গ্রাম থেকে চলে আসে শহরে। বর্তমানে রেশম ঝাঁপি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র রাণীর সাথে গৌরীর একটা যোগাসূত্র পাবেন দর্শক। কিন্ত মিল নয়। আর সেটাই চমক। গল্পের মোড় ঘুরবে অন্যদিকে। আসবে অনেক নতুন চরিত্র।

খল চরিত্রে দেবলীনা দত্ত

তবে সবচেয়ে বড় চমক, অনেকদিন পর আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। রেশম ঝাঁপিতে গৌরীর ভূমিকায় দেখা যাবে তাকে। বাহা এবং ময়নার পর আরেকটি গ্রাম্য চরিত্রে অভিনয় করবেন সুদীপ্তা।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *