ট্রোলাররা তো জঞ্জাল, কেন পাত্তা দেব: ঋত্বিক
RBN Web Desk: মাত্র কয়েকদিনের ব্যবধানে আসছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) একাধিক ছবি। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ (Rabindra Kabya Rahasya)। সেই ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং আরও অনেকে। আসন্ন ছবি নিয়ে রেডিওবাংলানেট এর একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন ঋত্বিক।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত রহস্য কিসের?
সেটাই এই ছবির গল্প। পৃথিবী জুড়ে কয়েকজন রবীন্দ্রনাথ ভক্ত বা বিশেষজ্ঞ খুন হয়ে যাচ্ছে। এর সঙ্গে ছড়াচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য, যেমন ‘তিনি ব্রিটিশদের চর ছিলেন’ এরকম। বোঝা যাচ্ছে ইচ্ছে করেই এসব করা হচ্ছে। কিন্তু কে বা কেন এটা করছে বোঝার উপায় নেই। আমি এই ছবিতে একজন থ্রিলার লেখক। রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ না হলেও বাঙালি লেখক হওয়ার দরুন তাঁর সম্পর্কে অনেকটাই পড়াশোনা আছে আমার। সারা পৃথিবীর রবীন্দ্রনাথ প্রেমী বাঙালিরা এই নিয়ে খুব চিন্তিত। তাই আমিও অনেকের সঙ্গে এই রহস্যে জড়িয়ে যাচ্ছি।
কিন্তু সত্যিই তো আর কোনও রহস্য নেই, তাহলে ছবিতে যে একজন বাস্তব চরিত্রকে নিয়ে এত কিছু ঘটছে সেটা নিয়ে তো দর্শকরা প্রশ্ন তুলতে পারে
এটা তো একটা থ্রিলার গল্প। আর এখানে যে সমস্ত ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে সেগুলো সবই ঐতিহাসিক। রবীন্দ্রনাথের কোনও লেখা বা তাঁর বলা কোনও কথা নিয়ে কোনও রহস্য নেই এখানে। যেটা আছে সেটা মানুষ রবীন্দ্রনাথের জীবনের কিছু ঘটনা, সেগুলোকে লেখকরা এই গল্পের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন। দর্শকদের ভালো লাগবে বলেই মনে হয়।
আরও পড়ুন: বাংলা সাহিত্যের তিন কালজয়ী চরিত্র মিলে ‘‘ভূত’পূর্ব’
রবীন্দ্রনাথ বাঙালির সেন্টিমেন্ট, তাঁকে নিয়ে একেবারে কাল্পনিক কিছু করাটা রিস্কের মনে হয় না? ট্রোলাররা তো তৈরি হয়েই থাকবে, সেটা নিয়ে কী বলবে?
ট্রোলারদের রিস্ক মনে করলে হবে না। ওরা আসলে জঞ্জাল। জঞ্জালকে কেউ কি রিস্ক ভাবে? ওদের পাত্তা না দিলেই হলো!
ছবির শুটিং কি লন্ডনেই হয়েছে নাকি ইংল্যান্ডের নানা জায়গায়?
শুটিং লন্ডনেও হয়েছে আবার লন্ডনের বাইরের দিকেও হয়েছে। এই ছবিটার শুটিংয়ের একটা বিশেষ ব্যাপার আছে। ছবিতে দুটো টাইমলাইন আছে। রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে লন্ডনে গেছিলেন সেই সময়টাকে এই গল্পে দেখানো হয়েছে। আমরা যারা বর্তমান গল্পে রয়েছি তারা ওই অংশে নেই। তবে একইসঙ্গে শুট হয়েছে দুটো টাইমলাইন। সেই সময়ের গল্পটা দেখানো অনেক বেশি কঠিন ছিল। সেটা একটা বিশেষ ব্যাপার অবশ্যই।
তুমি নিজে কি খুব থ্রিলারপ্রেমী? বেশিরভাগই থ্রিলার সিনেমা বা সিরিজ়ে দেখা যায় তোমাকে
নাহ, আমি যতটা থ্রিলার করি, মানে আমাকে থ্রিলারের চরিত্র রূপে যতটা দেখা যায় ততটা থ্রিলার পড়ি না বা দেখি না। আমার থ্রিলারে তেমন আগ্রহ নেই। এক একজন আছে যারা শুধুই থ্রিলার পড়ে আমি তেমন নই। থ্রিলারের প্রতি আলাদা কোনও টান নেই আমার।
