নতুন ফ্যাশন ব্রান্ডের উদ্বোধন করলেন ঋতুপর্ণা
RBN Web Desk: ব্র্যান্ডেড ফ্যাশন সচেতন কলকাতার বুকে এবার যুক্ত হলো এক নতুন নাম। সম্প্রতি প্রেম এল ভাম্বানি এবং ভিশাল অম্বানির ছত্রছায়ায় শুরু হল প্রেম’স কালেকশন। ২৮ ফেব্রুয়ারি এই কালেকশনের উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ফ্যাশন বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রয়েছে ভিশাল ক্রিয়েশন। এবার তাঁরাই কতৃত্ব গ্রহণ করলেন ‘প্রেম’স কালেকশন’-এর। ঢাকায় তাদের প্রথম বিপণি শুরুর হওয়ার পর এবার তাদের আনুষ্ঠানিকভাবে কলকাতায় পথচলা শুরু হলো।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
প্রেম’স কালেকশন-এ ফ্যাশনপ্রেমী মহিলাদের জন্য থাকছে একাধারে ডিজ়াইনার এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শাড়ি, লেহেঙ্গা এবং অন্যান্য পোশাক। হোলসেল ব্যবসার পাশাপাশি বৈদেশিক রপ্তানিতেও যথেষ্ট অগ্রসর এই সংস্থা।
প্রেম এল ভাম্বানি জানালেন, “বাংলাদেশে আমাদেরর ব্র্যান্ড ভীষণই জনপ্রিয়। আশা রাখি কলকাতার মানুষও আমাদের খুব শীঘ্রই আপন করে নেবেন।”