এবার কুখ্যাত গুণ্ডা আরেফিন, অভিজাত পরিবারের মেয়ে স্বীকৃতি
RBN Web Desk: কথায় বলে প্রতিটা প্রেমের গল্পই স্বতন্ত্র হয়। তবু ভালোবাসার গল্পে বৈচিত্র্য থাকলে তবেই তা রঙিন হয়ে ওঠে, এ কথা অনস্বীকার্য। তেমনই এক বৈচিত্র্যপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘খেলাঘর’। শান্তু আর পূর্ণা দুই ভিন্ন মেরুর বাসিন্দা। সমাজের দুই ভিন্ন শ্রেণীর প্রতিনিধি কীভাবে একে অন্যের জীবনে নিজের জায়গা করে নেয়, পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতা কীভাবে দুজনের জীবনে এক নতুন স্রোত বয়ে আনে, সেই কাহিনীই থাকছে ‘খেলাঘর’-এ।
শান্তু পাড়ার গুণ্ডা। সেই পাড়ারই অভিজাত পরিবারের মেয়ে পূর্ণা। ভাগ্যের এক অদ্ভুত খেলায় শান্তু ও পূর্ণার বিয়ে হয়। দিনটা পূর্ণার বিয়ের হলেও, পাত্র ছিল অন্য একজন। সেই পাত্রকে পছন্দ করেছিল পূর্ণার পরিবার। ঘটনাচক্রে বিয়ের দিন সেখানে হাজির হয় শান্তু। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে নিজের যুক্তি প্রমাণ করতে সে হঠাৎই পূর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আচমকা এমন ঘটনায় হতবাক হয়ে যায় পূর্ণা। অচেনা একজন পাড়ার গুণ্ডাকে সে কীভাবে নিজের স্বামীরূপে মেনে নেবে? পূর্ণা কি বিয়ে ভেঙে দিয়ে পরিবারের নির্বাচিত পাত্রকেই জীবনসঙ্গীরূপে মেনে নেবে? কুখ্যাত গুণ্ডা শান্তুর খোলসের আড়ালে আসল মানুষটাকে কি কখনও চিনতে পারবে পূর্ণা?
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
দুই ভিন্ন পৃথিবীর দুজন মানুষের এক নতুন জীবনের নাগরদোলায় দর্শকদের দোলাতে আসছে ‘খেলাঘর’। শান্তুর ভূমিকায় অভিনয় করেছেন ‘ইরাবতীর চুপকথা’খ্যাত সৈয়দ আরেফিন। পূর্ণার ভূমিকায় থাকবেন স্বীকৃতি মজুমদার। স্বীকৃতির এটি প্রথম ধারাবাহিক।
৩০ নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় স্টার জলসায় দেখা যাবে ‘খেলাঘর’।