প্রকাশিত হলো সোমা চট্টোপাধ্যায় ও অমিতাভ নাগের নতুন বই
কলকাতা: প্রকাশিত হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক সোমা চট্টোপাধ্যায়ের ‘বলিউড সিনেমা ক্যালাইডোস্কোপ’ ও বিশিষ্ট চিত্র সমালোচক অমিতাভ নাগের ‘সিক্সটিন ফ্রেমস’। গতকাল শহরে বই দুটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিত্র পরিচালক সুদেষ্ণা রায় ও রঞ্জন ঘোষ।
হিন্দী ছবি ও বৃহত্তর ভারতীয় সমাজ নিয়ে ‘বলিউড সিনেমা ক্যালাইডোস্কোপ’ লিখেছেন সোমা। “বিভিন্ন পত্র পত্রিকায় আমার প্রকাশিত কয়েকটি নির্বাচিত লেখা এই বইয়ে স্থান পেয়েছে। প্রত্যেকটি লেখাই বিষয়ভিত্তিক। যেমন ‘ইনভিজ়িবল গান্ধী’, অর্থাৎ এমন কিছু ছবি যা মহাত্মা গান্ধীকে নিয়ে নয়, কিন্তু তিনি সেখানে পরোক্ষভাবে উপিস্থত। যেমন ‘লগে রহো মুন্নাভাই’। এছাড়া ভারতীয় ছবিতে ছাত্র আন্দোলন কীভাবে দেখানো হয়েছে বা যৌনকর্মীদের চরিত্রায়ণ, এরকম আরও নানা বিষয় স্থান পেয়েছে এই বইতে,” জানালেন সোমা।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ছবি ও সাহিত্যে কোনও একটি বিষয়কে কীভাবে তুলে ধরা হয়েছে, তাই নিয়েই সংকলিত হয়েছে অমিতাভর ‘সিক্সটিন ফ্রেমস’। লেখক জানালেন, “এই বইয়ের কোনও লেখাই সমালোচনাভিত্তিক নয়, বরং এক একটি বিষয়কে কেন্দ্র করে তার বিশ্লেষণ বলা যেতে পারে। যেমন, পরশুরামের রচনায় বা সত্যজিৎ রায়ের ছবিতে বাংলার মাড়োয়ারী সম্প্রদায়কে কীভাবে দেখানো হয়েছে। আবার ‘অ্যাবসেন্ট ফাদার’ অংশে সত্যজিতের ‘পথের পাঁচালী’ ও এম মনিকান্দনের ‘কাক্কামুতাই’-এর মতো ছবির বিশ্লেষণ করেছি।”