জীবন যা দেবে, সেটাই নেব: মানালী দে
RBN Web Desk: নতুন বছরে জীবন যা দেবে, সেটাই নেবেন, এমনটাই বললেন মানালী দে। সম্প্রতি নকশিকাঁথা ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করে আবার বেশ কয়েক বছর পর ছোট পর্দায় ফিরেছেন মানালী।
সংবাদমাধ্যমকে মানালী জানালেন, “নতুন বছরে কোনও প্ল্যান নেই আমার। আমি কোনওদিনই এরকম কোনও কিছু ভাবিনি। আমার জীবনে কোনওকিছুই প্ল্যানমত এগোয় না। তাই জীবন যে ভাবে নিয়ে যাবে, আমিও সেই ভাবেই এগোব।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ঘুরতে যাওয়ার কোনও চিন্তাভাবনা আছে কি? “ধারাবাহিকের কাজে এখন খুবই ব্যস্ত। তাই ইচ্ছে থাকলেও এখনই কোথাও ঘুরতে যাওয়া সম্ভব নয়,” জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বউ কথা কও ধারাবাহিকে মৌরীর চরিত্রে অভিনয় করে সাংঘাতিক জনপ্রিয়তা পান মানালী। তবে ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে শান্তিলাল সোনির কালী আমার মা ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।