খ্যাতির শিখরে দাঁড়িয়ে অবসর ঘোষণা বিক্রান্তের

RBN Web Desk: হঠাৎই অবসর ঘোষণা করলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে (Vikrant Massey)। নিজের সমাজমাধ্যমে এই কথা ঘোষণা করেছেন তিনি। আকস্মিক এই ঘোষণায় দৃশ্যতই বিস্মিত এবং হতাশ তাঁর ভক্তকুল। গতবছর বিধু বিনোদ চোপড়া পরিচালিত ও বিক্রান্ত অভিনীত ‘টুয়েলফথ ফেল’ (12th Fail) ছবিটি সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। সদ্য মুক্তি পাওয়া ‘দ্য সবরমতি রিপোর্ট’ (The Sabarmati Report) ছবিটিও প্রশংসিত হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাট সরকার ছবিটিকে তাদের রাজ্যে করমুক্ত করে দিয়েছে। কিছুদিন আগে ডিজিটাল মাধ্যমে মুক্তি পাওয়া ‘সেক্টর ৩৬’ (Sector 36) সিরিজ়টির জন্যেও আলোচনায় ছিলেন তিনি। নিজের কেরিয়ারে যাকে বলে তুঙ্গে বৃহস্পতি চলছে বিক্রান্তের। এই সময় এরকম এক সিদ্ধান্তে স্বভাবতই হতবাক সকলে। 

টেলিভিশন ধারাবাহিক দিয়ে শুরু করলেও মূলত ছবিতে অভিনয়ের জোরেই ধাপে-ধাপে ওপরে উঠে আসেন বিক্রান্ত। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (IFFI) তে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন তিনি। তখন অবধিও নিজের সিদ্ধান্ত জানাননি বিক্রান্ত।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুর ও গুরু নানককে সম্পৃক্ত করলেন দিলজিত

গতকাল নিজের সামাজমাধ্যমে বিক্রান্ত লেখেন, গত কয়েক বছরের জার্নি অসাধারণ ছিল। কিন্তু যত এগিয়ে যাচ্ছেন ততই তিনি বুঝতে পারছেন এবার ফিরে যাওয়ার সময় এসেছে। একজন স্বামী, পিতা, পুত্র ও অভিনেতা হিসেবেও। তাই আগামী বছরে শেষবারের মতো দর্শকদের সঙ্গে তাঁর দেখা হবে। সবশেষে দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আচমকাই এমন ঘোষণায় শুরু হয়েছে জোর জল্পনা। কেউ বলেছেন এটা কোনও নতুন ছবির প্রমোশন হতে পারে। কেউ আবার স্বাগত জানিয়েছেন অভিনেতার এমন সিদ্ধান্তকে। ২০২৫ সালে বিক্রান্তের দুটি ছবি মুক্তির কথা আছে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *