শর্মিলার কণ্ঠে ‘ভারততীর্থ’, আমফান ত্রাণে অভিনব কনসার্টে তারকার সমাবেশ
RBN Web Desk: করোনার আতঙ্কের মাঝেই ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বিপর্যস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল, ধ্বংসের কবলে দুই ২৪ পরগণা। সরকারী ত্রাণের পাশাপাশি নানাভাবে সাহায্য নিয়ে এগিয়ে এসেছে একাধিক বেসরকারী সংগঠনও। সেই উদ্যোগে এবার সামিল হলো ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে ৩০টি সংস্থা। আমফান কবলিত পশ্চিমবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহের উদ্যোগে গতকাল প্রে ফর বেঙ্গল নামক এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্টে অ্যালাইভ কনসার্টস-এর কর্ণধার সুরঞ্জন সোম ও অনি বর্ধন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিলু বিদ্যার্থী, সঙ্গীতা দত্ত ও সুরজয় ভৌমিক। সাড়ে চারঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতি জগতের বহু উজ্জ্বল ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারততীর্থ’ পাঠ করে শোনালেন বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গান গাইলেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, প্রবুদ্ধ রাহা, শ্রেয়া গুহঠাকুরতা, প্রমিতা মল্লিক, রূপম ইসলাম, পলাশ সেন, অন্তরা চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, শ্রাবনী সেন, বিদীপ্তা চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। পাঠ করলেন শকুন্তলা বড়ুয়া, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অমিতাভ ঘোষ, চৈতালী দাশগুপ্ত ও মীর আফসার আলী। এর সঙ্গে দর্শকদের কাছে ত্রাণের জন্য আবেদন রাখলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, পল্লবী চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দোলন রায়, রাহুল রাম, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পাওলি দাম, তন্ময় বোস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্য শিল্পীরা।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
“এতটা সময় জুড়ে সোশ্যাল মিডিয়াতে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা যতটা অভিনব ততটাই কঠিন। ইন্টারনেট প্রযুক্তির ওপর ভরসা রেখে এত বড় একটা উদ্যোগের পরিকল্পনা করা এবং এতজন শিল্পীকে একসঙ্গে পাওয়া বড় চ্যালেঞ্জ ছিল। সকলের সহায়তায় ইতিহাস সৃষ্টি করেছে এই অনলাইন কনসার্ট” দাবি সুরঞ্জনের।
এই কনসার্টের ইন্টারনেট রেডিও পার্টনার ছিল রেডিওবাংলানেট। “সারা পৃথিবীর বাঙালিদের থেকে এতটা সাড়া পাব আমরা ভাবতে পারিনি। এই অভিজ্ঞতা আমাদের আরো নতুন উদ্যোগের পরিকল্পনা করতে সাহায্য করবে,” বললেন সংস্থার প্রতিষ্ঠাতা সুরজয়।
বিনোদন জগতের সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল